সত্যিই এখনও তিনি ‘সেনসেশনাল’। বাবুলের গড়ে এবার তিনি নতুন সেন। ভোট বাংলার প্রথম রবিবারে খনি শহরে শ্রীমতির দিন। চট করে জিনস বদলে গেল সবুজ শাড়িতে। কল্যাণেশ্বরীর আশীর্বাদ নিয়েই নেমে পড়লেন রাস্তায়। অভিনয়ের সময় তিনি এমন শট অনেক দিয়েছেন। কিন্তু এটা রিয়াল।
রাজনীতির আড্ডায় শোনা যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে ফোকাস ঘোরাতে এবার আসানসোলে মুনমুনকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। প্রথমদিন প্রচার শুরু করেই ২৩ মে-র দেওয়াল লিখন পড়ে দিচ্ছেন ঘাস-ফুলের প্রার্থী।
advertisement
আসানসোলে যেমন রিল লাইফের তারকা। তেমনি বাঁকুড়ায় এবার রিয়াল লাইফের হিরো। কালো চশমায় এখন যেন তিনি বাংলার রাজনীতির সুপারস্টার। দশ বছর পর আবার লালমাটির দেশে সুব্রত মুখোপাধ্যায়। তিয়াত্তরেও তিনি তরুন তুর্কী। হেরে যাওয়া বাঁকুড়া এবার তাঁকে জিততেই হবে। বাইশ গজে নামার আগে তিনি আজ নস্ট্যালজিক।
প্রথম দিনটা একটু দেখে নিতে চান সুব্রত। তাই দলীয় কর্মীদের নিয়ে ঝালিয়ে নিলেন তাঁর কৌশল। আসানসোলে কিন্তু উল্টো ছবি। টি-টোয়েন্টি খেলেই ভোটপ্রচার শুরু শ্রীমতি দেববর্মা মানে মুনমুন সেনের।
দেখুন ভিডিও-