স্কুলের সামনে অভিভাবকেরা ভিড় করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিশ। বিডিও অফিস থেকে পুরো ঘটনার তদন্ত চলছে। তবে অভিযোগ উঠছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তৎপরতার সঙ্গে কোনও ব্যবস্থা গ্রহণ করেননি।
সপ্তম শ্রেণীর অসুস্থ ছাত্রী রানি খাতুন বলে, ‘মিডডে মিল খাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ আমার পেটে অসহ্য যন্ত্রনা হতে শুরু করে। আমাদের ক্লাসের আরও ৫জনের এইরকম পেটে যন্ত্রণা শুরু হয়। স্কুলের শিক্ষকদের জানাতেই আমাদের হাসপাতালে নিয়ে আসে।’ ব্লক স্বাস্থ্য আধিকারিক উৎপল মজুমদার বলেন, ‘খবর পাওয়া মাত্র তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে লালবাগে মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের অবস্থা স্থিতিশীল। আতঙ্কিত হয়েই অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তবে ভয়ের কোনও কারণ নেই। কী কারণে এই ঘটনা ঘটল ফুড ইন্সপেক্টর তা তদন্ত করে দেখছে।’
advertisement
আরও পড়ুন: সুস্থ হতেই প্রেমিকাকে নিয়ে কোথায় গেলেন রুবেল? নেটপাড়ায় একেবারে হইহই কাণ্ড
ভগবানগোলা ২নং ব্লকের যুগ্ম বিডিও বাসব চট্টোপাধ্যায় বলেন, ‘সমস্ত ছাত্র ছাত্রীদের দ্রুত চিকিৎসা শুরু হয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।’ খবর পেয়ে মুর্শিদাবাদের এসডিও সুদীপ ঘোষ লালবাগ মহকুমা হাসপাতালে আসেন।