স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন মাস ধরে রাস্তাটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। যার কারণে দুর্গতির শিকার হতে হচ্ছে ছোট ছোট স্কুল পড়ুয়া থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় মানুষকে। এই নিয়ে পঞ্চায়েত এবং ব্লক স্তরে রাস্তাটি মেরামতের আবেদন জানানো হয়েছে বলেও জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত এই সমস্যার কোনও সুরাহা মেলেনি। স্থানীয়রা বলছেন, এমনিতেই এই সময় বিভিন্ন জায়গায় মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। কোথাও জল জমিয়ে রাখতে নিষেধ করা হচ্ছে। অথচ রাস্তায় বৃষ্টির জল, নর্দমার পচা জল জমে রয়েছে। যেখানে জন্ম নিচ্ছে মশা। ফলে এলাকায় মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছেন। পাশাপাশি রয়েছে দুর্গন্ধ। তাছাড়াও মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণে ডেঙ্গির আতঙ্ক গ্রাস করছে সাধারণ মানুষকে। আবার এই খানাখন্দে ভর্তির রাস্তা দিয়ে প্রতিদিন কাদা, নোংরা জল টপকে বিদ্যালয় যেতে হচ্ছে পড়ুয়াদের। যার ফলে তাদের অসুবিধা এবং ছোটখাটো দুর্ঘটনা হচ্ছে প্রায়শই।
advertisement
Nayan Ghosh