TRENDING:

অনুমতি ছাড়াই রমরমিয়ে চলছে মদের দোকান, রাস্তায় শুয়ে প্রতিবাদ স্কুল পড়ুয়াদের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: বিভিন্ন ইস্যুতে এবার আন্দোলনে পড়ুয়ারাও। রাস্তার ধারে গজিয়ে ওঠা মদের দোকান বন্ধের দাবিতে রাস্তায় শুয়ে প্রতিবাদ স্কুল পড়ুয়াদের , পথ অবরোধে সামিল স্থানীয় বাসিন্দারাও।
advertisement

বাঁকুড়া সদর থানার সোনাদহ এলাকার ঘটনা। অভিযোগ সরকারি অনুমতি ছাড়াই রমরমিয়ে ওই দোকান থেকে বিক্রি হচ্ছে মদ। স্কুল যাতায়াত থেকে শুরু করে বাজার হাট যাওয়ার পথে স্থানীয়দের প্রতিদিন শুনতে হচ্ছে মদ্যপদের কটূক্তি। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখায় স্কুল পড়ুয়ারা। বিক্ষোভে পড়ুয়াদের সঙ্গে যোগ দেন ২১টি গ্রামের বাসিন্দারা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

মদের দোকানের মালিক দোকান বন্ধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। কিছুদিন আগেই শিক্ষকের দাবীতে পুরুলিয়া জেলা স্কুলে আন্দোলনে নেমেছিল খুঁদে পড়ুয়ারা। পথ অবরোধ থেকে স্কুল বয়কটেও সামিল হয়েছিল কয়েকশো খুঁদে পড়ুয়া।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুমতি ছাড়াই রমরমিয়ে চলছে মদের দোকান, রাস্তায় শুয়ে প্রতিবাদ স্কুল পড়ুয়াদের