জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রামের ওই যুবকের সঙ্গে স্কুল ছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক। ছোটবেলা থেকেই দুই পরিবারের মধ্যে ছিল ঘনিষ্ঠতা। প্রেমও ছিল গভীর, বিশ্বাসও ছিল অটুট। কিন্তু হঠাৎ সব কিছু ওলটপালট করে দেয় এক ফোনের ঝামেলা। তারপরই বয়ফ্রেন্ড অন্য এক তরুণীকে বিয়ে করে চলে যায় শ্বশুরবাড়ি। অভিযোগ, প্রেমিক তাকে প্রতিশ্রুতি দিয়েছিল “তুমিও এসো, তোমাকেও বিয়ে করব।” সেই বিশ্বাসে পরিবার ছেড়ে প্রেমিকের বাড়িতে চলে আসে ওই ছাত্রী। কিন্তু সেখানে গিয়ে দেখে, ঘরে অন্য এক নববধূ! প্রেমে প্রতারিত ছাত্রী তাই এখন প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে রয়েছে। রাতে সেখানেই থেকেছে, সকালে তাকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন রাস্তার ধারে বসেই সে অপেক্ষা করছে—যেন তার প্রেমিক ফিরে এসে একবার বলে, “আমি ভুল করেছি।”
advertisement
ঘটনার পর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। অনেকেই বলছেন, এত বছরের সম্পর্ক এমনভাবে শেষ হওয়া বড় নিষ্ঠুর। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর ইতিমধ্যেই পৌঁছেছে হরিহরপাড়া থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।