TRENDING:

প্রেমিকের বিয়ে হচ্ছে? মেনে নিতে পারেনি ছাত্রী! যেন সিনেমার দৃশ্য... বয়ফ্রেন্ডের বাড়ির সামনে ধরনা দিল কিশোরী

Last Updated:

ঘটনার পর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। অনেকেই বলছেন, এত বছরের সম্পর্ক এমনভাবে শেষ হওয়া বড় নিষ্ঠুর। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর ইতিমধ্যেই পৌঁছেছে হরিহরপাড়া থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: দীর্ঘ কয়েক বছরের প্রেম, হাজার প্রতিশ্রুতি, এক জীবনের স্বপ্ন সব কিছু ভেঙে গেল একদিনে। তবু হাল ছাড়েনি সে। প্রেমিকের বিয়ের খবর জানার পরই বুকভরা আশা আর চোখভরা কান্না নিয়ে সরাসরি তার প্রেমিকের বাড়িতে হাজির এক ছাত্রী। জয় কৃষ্ণপুরের ওই গ্রামে যেন সিনেমার দৃশ্য উঠে এল। প্রেমিকার ধর্না, কান্না, প্রতিবাদ, আর গ্রাম জুড়ে থাকল উত্তেজনা।
ধরনায় ছাত্রী
ধরনায় ছাত্রী
advertisement

জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রামের ওই যুবকের সঙ্গে স্কুল ছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক। ছোটবেলা থেকেই দুই পরিবারের মধ্যে ছিল ঘনিষ্ঠতা। প্রেমও ছিল গভীর, বিশ্বাসও ছিল অটুট। কিন্তু হঠাৎ সব কিছু ওলটপালট করে দেয় এক ফোনের ঝামেলা। তারপরই বয়ফ্রেন্ড অন্য এক তরুণীকে বিয়ে করে চলে যায় শ্বশুরবাড়ি। অভিযোগ, প্রেমিক তাকে প্রতিশ্রুতি দিয়েছিল “তুমিও এসো, তোমাকেও বিয়ে করব।” সেই বিশ্বাসে পরিবার ছেড়ে প্রেমিকের বাড়িতে চলে আসে ওই ছাত্রী। কিন্তু সেখানে গিয়ে দেখে, ঘরে অন্য এক নববধূ! প্রেমে প্রতারিত ছাত্রী তাই এখন প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে রয়েছে। রাতে সেখানেই থেকেছে, সকালে তাকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন রাস্তার ধারে বসেই সে অপেক্ষা করছে—যেন তার প্রেমিক ফিরে এসে একবার বলে, “আমি ভুল করেছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঙালি শিল্পীর কীর্তি, নাম জড়িয়ে ভারতের নতুন সংসদ ভবনের সঙ্গে! কী করেছেন তিনি? গর্ব হবে
আরও দেখুন

ঘটনার পর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। অনেকেই বলছেন, এত বছরের সম্পর্ক এমনভাবে শেষ হওয়া বড় নিষ্ঠুর। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর ইতিমধ্যেই পৌঁছেছে হরিহরপাড়া থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমিকের বিয়ে হচ্ছে? মেনে নিতে পারেনি ছাত্রী! যেন সিনেমার দৃশ্য... বয়ফ্রেন্ডের বাড়ির সামনে ধরনা দিল কিশোরী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল