জানা যায়, ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টা নাগাদ তামান্না একা বাড়িতে ছিল, সেই সময়েই নিজের মেসোমশাই আইয়ুব মিস্ত্রি ঘরে ঢুকে পড়েন। অতর্কিতে পিছন দিক থেকে মাথায় বাড়ি মারেন তামান্নাকে। ফলে, মেঝেতে পড়ে যায় সে, এরপরেই ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেয় আইয়ুব। তামান্নাকে খুন করার পর থেকেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত আইয়ুব।
advertisement
ওইদিন বিকেল পাঁচটা নাগাদ বাড়িতে ফিরে তামান্নার বাবা ও মা তাঁদের মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গেই খবর দেয়া হয় স্থানীয় পারমেল থানায় । ঘটনাস্থলে তামান্নার মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই গতকাল অর্থাৎ শনিবার আইয়ুব মিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ । জানা যায় খুনের কথা স্বীকার করেছে আইয়ুব মিস্ত্রি।
পরিবার সূত্রে আরও জানা যায় ধৃত মেসোমশাই আইয়ুব মিস্ত্রির বাড়ি বসিরহাটের মাটিয়া থানার ঘোড়া রাস এলাকায়। তামান্নার বাবার সঙ্গে মেসোমশাইয়ের আর্থিক লেনদেনেই খুনের প্রধান কারণ বলে মনে করছে পুলিশ।