TRENDING:

বাড়িতে একা ছিল মেয়ে, ঝাঁপিয়ে পড়ে গলার নলি কেটে দিল মেসোমশাই! মুম্বইতে বাঙালি মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে ঘটল হাড়হিম করা ঘটনা!

Last Updated:

উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পান্তাপাড়ায় মফিজুল শেখ পরিবার নিয়ে দীর্ঘ ৯ বছর মুম্বইয়ের পারমেল এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। মফিজুলের স্ত্রী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন এবং তাঁদের ১৭ বছরের মেয়ে তামান্না শেখ স্কুলে পড়ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্বরূপনগর, অনুপম সাহা: উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার পান্তাপাড়ায় মফিজুল শেখ পরিবার নিয়ে দীর্ঘ ৯ বছর মুম্বইয়ের পারমেল এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। মফিজুলের স্ত্রী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন এবং তাঁদের ১৭ বছরের মেয়ে তামান্না শেখ স্কুলে পড়ত।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা যায়, ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টা নাগাদ তামান্না একা বাড়িতে ছিল, সেই সময়েই নিজের মেসোমশাই আইয়ুব মিস্ত্রি ঘরে ঢুকে পড়েন। অতর্কিতে পিছন দিক থেকে মাথায় বাড়ি মারেন তামান্নাকে। ফলে, মেঝেতে পড়ে যায় সে, এরপরেই ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে দেয় আইয়ুব। তামান্নাকে খুন করার পর থেকেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত আইয়ুব।

advertisement

ওইদিন বিকেল পাঁচটা নাগাদ বাড়িতে ফিরে তামান্নার বাবা ও মা তাঁদের মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গেই খবর দেয়া হয় স্থানীয় পারমেল থানায় । ঘটনাস্থলে তামান্নার মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ। এরপরেই গতকাল অর্থাৎ শনিবার আইয়ুব মিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ । জানা যায় খুনের কথা স্বীকার করেছে আইয়ুব মিস্ত্রি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

পরিবার সূত্রে আরও জানা যায় ধৃত মেসোমশাই আইয়ুব মিস্ত্রির বাড়ি বসিরহাটের মাটিয়া থানার ঘোড়া রাস এলাকায়। তামান্নার বাবার সঙ্গে মেসোমশাইয়ের আর্থিক লেনদেনেই খুনের প্রধান কারণ বলে মনে করছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়িতে একা ছিল মেয়ে, ঝাঁপিয়ে পড়ে গলার নলি কেটে দিল মেসোমশাই! মুম্বইতে বাঙালি মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে ঘটল হাড়হিম করা ঘটনা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল