না ভূতুড়ে নয়। বাস্তবে ঘটেছে এমনটাই। প্রবল বিড়ম্বনায় উত্তর চব্বিশ পরগনার বাগদার হেলেঞ্চা হাই স্কুলের ছাত্রী ঋতু বিশ্বাস। উচ্চমাধ্যমিকে শরীরশিক্ষা পরীক্ষা হয় দুটি ভাগে, লিখিত পরীক্ষার ৪০ আর প্র্যাকটিক্যাল পরীক্ষা ৬০ ৷ লিখিত পরীক্ষায় ৪০-র মধ্যে ঋতু পেয়েছেন ৪১।
দেখেই চক্ষু ছানাবড়া। সংসদের এহেন ভুলে এখন চরম সমস্যায় ঋতু।
মার্কশিট দেওয়ার সময় ভুল নজরে আসে হেলেঞ্চা স্কুল কর্তৃপক্ষের। কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে জানানোর কোনও উদ্যোগ নেননি তাঁরা। পরে অবশ্য পদক্ষেপের আশ্বাস স্কুল কর্তৃপক্ষের।
advertisement
আর পড়ুন : পরীক্ষায় ৩৫-এ ৩৮! এমন নম্বরে অবাক পড়ুয়া, ফের বিতর্কে বিহার
মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে দিশেহারা ঋতুর মা।
ভুল মার্কশিট বদলের আশ্বাস দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ জানিয়েছে, "মার্কশিটে ভুল অনিচ্ছাকৃত ৷ ছাপার ভুলেই এই ঘটনা ৷ সংসদ দফতরে এলেই ভুল মার্কশিট বদলে দেওয়া হবে ৷"
ভুল মার্কশিটের বদল হবে। কিন্তু সংসদের ভুলে ছাত্রীকে যে বিড়ম্বনায় পড়তে হল তার দায় কে নেবে?