পরিবার সূত্রে জানা গিয়েছে, এক মাস আগে ডালখোলা থানা এলাকার একটি বেসরকারি স্কুলে ভর্তি হয় ছাত্র। শনিবার রাতে স্কুল কর্তৃপক্ষ পরিবারকে জানায়, তাদের ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এরপর পড়ুয়াকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে থাকলে তাকে বিহারের কিষানগঞ্জ মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এর পর ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে ছাত্রকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। কীভাবে ওই পড়ুয়ার মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
advertisement
পরিবারের তরফে জানা যায়, স্কুলের হস্টেল থেকে পরিবারকে জানানো হয়, বিকেলের দিকে পড়ুয়ার পায়ে চোট লেগেছিল। খাটের কোণায় গুঁতো খেয়ে পায়ে আঘাত লাগে। হঠাৎ রাতে পড়ুয়ার অবস্থার অবনতি হতে থাকে। এরপর পরিবারের লোকজন হস্টেলে পৌঁছয়। নিয়ে যাওয়া হয় কিষানগঞ্জ মেডিক্যাল, ইসলামপুর মহকুমা হাসপাতালে। কিন্তু শৈষ পর্যন্ত বাঁচানো যায়নি ছাত্রকে। পায়ে চোট লেগে মৃত্যু? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।
চঞ্চল মোদক: ইসলামপুর