সাত সকালে একটি পাগল কুকুরের কামড়ে জখম হলেন প্রায় চল্লিশ জন। বুধবার সকালে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের পুটশুড়ি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কুকুরটির হামলা থেকে বাঁচতে কিছু সময়ের জন্য রাস্তায় লোক চলাচল এক রকম বন্ধ হয়ে যায়।
বাসিন্দারা জানান, এমনিতে কুকুরটা যে এমন হিংস্র হয়ে উঠবে তা আগাম টের পাওয়া যায়নি। সকাল সাতটা নাগাদ কয়েকটি শিশু দল বেঁধে টিউশন পড়তে যাচ্ছিল। প্রথমে কুকুরটি তাদের টার্গেট করে। সেই শুরু...
advertisement
আরও পড়ুন: এই সেই গাড়ি, ব্যবসায়ীর নৃশংস হত্যায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
এরপর বাজার এলাকায় যাকেই নাগালের মধ্যে পেয়েছে, ছুটে গিয়ে তাদেরই কামড়ে ক্ষত বিক্ষত করেছে। কিছু সময়ের মধ্যেই অন্তত চল্লিশ জনকে কামড়েছে কুকুরটি। এর ফলে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। কুকুরটির হামলা থেকে বাঁচতে রাস্তায় লোক চলাচল এক রকম বন্ধ হয়ে যায়। এরপর বাসিন্দারা একজোট হয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে। কুকুরের কামড়ে জখম হনসাজিনা বিবি, শিপ্রা দাস। মন্তেশ্বর ব্লক হাসপাতালে তাঁরা চিকিৎসা করাতে গিয়েছিলেন। দুজনেই বললেন, ''বাজার যাচ্ছিলাম। ছুটে এসে কুকুরটা পায়ে কামড়ে দিল। পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তাতেও রেহাই পাইনি। এখন ইঞ্জেকশন নিতে হবে। কতদিন যে ভোগান্তি পোহাতে হবে কে জানে।''
আরও পড়ুন: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা
এলাকার বাসিন্দারা জানান, কুকুরটি কারও বাড়ির পোষা নয়। রাস্তাতেই অন্যান্য কুকুরের সঙ্গে বেড়ে উঠেছিল। এরকম অস্বাভাবিক আচরণ করতে আগে কখনও দেখা যায়নি। কিন্তু এদিন সকাল থেকেই সে যেন আতঙ্কের আর এক নাম হয়ে উঠেছিল। তার পাশ দিয়ে যাওয়া কোনও শিশু পুরুষ মহিলাই কামড় থেকে রেহাই পায়নি।