চলতি বছরের জানুয়ারি মাসেই আক্রান্ত হয় নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ অনুযায়ী, বিহারে বারসই স্টেশন ছাড়াতেই বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ক্ষতিগ্রস্ত হয় C11 কোচ। কামরার জানলায় চিড় ধরে যায়। এ’রাজ্যে চলা প্রথম বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল… ঢিল পশ্চিমবঙ্গের না বিহারের ? অবশেষে রেলের তরফ থেকে বন্দে ভারত এক্সপ্রেসের ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। তাতে রেলের দাবি, ঢিল ছোড়া হয়েছিল বিহার থেকে। প্রথমবার মালদহে এবং দ্বিতীয়বার নিউ জলপাইগুড়ির কাছে পাথর হামলার ঘটনা ঘটে। তৃতীয়ার বিহারের কিষাণগঞ্জে তিন-চারজন কিশোরকে ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে।
advertisement
অন্যদিকে, চলতি বছর মার্চ মাসে দক্ষিণ-মধ্য রেল জানায়, বন্দে ভারতে পাথর ছুড়লে অভিযুক্তদের পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হবে। পাশাপাশি, এই ধরনের দুষ্কৃতীমূলক ঘটনায় যাতে কোনও রকম প্রশ্রয় না দেওয়া হয়, জনসাধারণের উদ্দেশে সেই আবেদনও জানানো হয়েছে রেলের তরফে। তেলেঙ্গানার একাধিক জায়গা থেকে বন্দে ভারতে একাধিক বার পাথর ছোড়ার ঘটনার পরই এই সিদ্ধান্ত নেয় রেল। রেল সূত্রে খবর, কাজিপেট, খাম্মাম, কাজিপেট-ভঙ্গির এবং এলুরু-রাজমুন্দ্রি শাখায় বন্দে ভারতকে লক্ষ্য করে বেশ কয়েক বার পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতেই বন্দে ভারতের উপর ন’বার হামলা চালানো হয়েছে।
Indrajit Ruj