TRENDING:

West Bengal News: মেলায় বেচতেন নকল সোনা, তাঁর বাড়িতেই লক্ষাধিক টাকার গয়না চুরি! মারাত্মক ঘটনা

Last Updated:

West Bengal News: দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে হাবরা থানার উত্তর হাবরা খেলার মাঠ এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাবরা: সারা বছর ধরে মেলায় মেলায় যে কিনা নকল সোনা বিক্রি করে সংসার চালাতেন, সেই ভ্রাম্যমান মেলার দোকানদারের বাড়ি থেকে চুরি গেল নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার আসল সোনার গয়না। পুজোর আগে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটেছে হাবরা থানার উত্তর হাবরা খেলার মাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকারই যুবক বাপ্পা দেবনাথ তাঁর পরিবারের বাকি সদস্য মা জয়ন্তী দেবনাথ এবং স্ত্রী রূপা দেবনাথকে সঙ্গে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলায় মেলায় ভ্রাম্যমান দোকান দিয়ে থাকেন হাবড়ার এই দেবনাথ পরিবার। ভ্রাম্যমান এই দোকান কখনও ধুবুলিয়া,কখনও তাহেরপুর, কখনও আবার কৃষ্ণনগর সব শেষে নদীয়ায় দুর্গাপুজো উপলক্ষ্যে দোকান সাজিয়ে রেখে বৃহস্পতিবার রাতে মা এবং স্ত্রীকে নিয়ে হাবড়ার বাড়িতে আসেন বাপ্পা দেবনাথ।

advertisement

আরও পড়ুন: সিবিআই, ইডির প্রতিবাদে জ্যাকেট খুলে পাঞ্জাবি দেখালেন ইদ্রিস, অভিনব প্রতিবাদ

ঘরের দরজা খুলতেই চক্ষু চড়কগাছ, বাড়ি না থাকার সুযোগ নিয়ে চোরের দল একে একে ঘরের পেছনের দরজা ভাঙে- গ্রিল কেটে -আলমারি ভেঙে নগদ পাঁচ হাজার টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোর বাবাজিরা। হাতেগোনা কদিন পরেই বাঙালি নাচপুজো তার মধ্যে চুরির ঘটনায় রীতি মতো দুশ্চিন্তায় রয়েছেন দেবনাথ পরিবার।

advertisement

আরও পড়ুন: রাজ্যে বাতিল করা হল ৬০ লক্ষেরও বেশি রেশন কার্ড !

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বাড়ির গৃহবধু রুপা দেবনাথ জানিয়েছেন, ''মেলায় মেলায় আমারা ইমিটেশন সোনা অর্থাৎ নকল সোনা বিক্রি করি আর আজ কিনা নিজদের বাড়িতে থাকা আসল সোনা চুরি হয়ে গেল। বাপের বাড়ি থেকে দেওয়া আংটি, কানের দুল, শাখা বাঁধানো সব শেষ। কিছুই আর নেই।'' তবে চুরির ঘটনার বিবরণ জানিয়ে হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে হাবরা থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মেলায় বেচতেন নকল সোনা, তাঁর বাড়িতেই লক্ষাধিক টাকার গয়না চুরি! মারাত্মক ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল