বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা। তিনি লকডাউনে রাজ্যের বাসিন্দাদের বিনা পয়সায় খাইয়েছেন। এখনও খাইয়ে চলেছেন। তিনি রাজ্যের দশ কোটি মানুষের চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাই তিনি বাংলার মা।
স্বপন দেবনাথ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা বলছি কারণ তিনি বাংলার সব ছেলেমেয়ের শিক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন৷ মন্ত্রী বলেন, একজন গর্ভবতী মা যেমন সন্তান প্রসবের পর চান আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে, মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই চেয়েছেন। ছেলেমেয়েরা লেখাপড়া করে বড় হয়ে ওঠে চান বাবা মায়েরা। সেই কাজ করেছেন মমতাদি। ছেলে মেয়ের যাতে স্বাস্থ্য ভালো থাকে তা চান বাবা-মায়েরা। সেই কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি বাংলার মা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই এই কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রবীণ মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর স্বপন দেবনাথকে থামিয়ে বক্তব্য শুরু করেন। এদিনের সভায় রাজ্যের শস্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলার কালনা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের নয়া কৃষি আইনের তীব্র বিরোধীতা করেন তিনি।
advertisement