TRENDING:

Krishnanagar Municipality: তৃণমূলের কাজিয়ায় থমকে পরিষেবা! কৃষ্ণনগরের পুরবোর্ডই ভেঙে দেবে রাজ্য সরকার? বেনজির কাণ্ড

Last Updated:

দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে কাউন্সিলরদের দ্বন্দ্বের জেরে কৃষ্ণনগর পৌরসভার যাবতীয় কাজকর্ম প্রায় স্তব্ধ। বন্ধ প্রায় সমস্ত নাগরিক পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর রুদ্র, কৃষ্ণনগর: তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরসভার পুরবোর্ড ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিল রাজ্য নগরোন্নায়ন দফতর৷ এমনই বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে কৃষ্ণনগর পুরসভায়৷ নাগরিক পরিষেবা না দেওয়ার অভিযোগে পুরসভার সব কাউন্সিলরকে শো কজ করে চিঠি পাঠিয়েছে রাজ্য পুর ও নগরোন্নায়ন দফতর৷ সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে, কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না? সাতদিনের মধ্যে এই চিঠির উত্তর দিতেও বলা হয়েছে৷
কৃষ্ণনগর পুরসভায় বেনজির পরিস্থিতি৷
কৃষ্ণনগর পুরসভায় বেনজির পরিস্থিতি৷
advertisement

প্রসঙ্গত দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে কাউন্সিলরদের দ্বন্দ্বের জেরে কৃষ্ণনগর পৌরসভার যাবতীয় কাজকর্ম প্রায় স্তব্ধ। বন্ধ প্রায় সমস্ত নাগরিক পরিষেবা। চলতি অর্থ বর্ষের সাত মাস অতিক্রান্ত। কিন্তু তৃণমূল কাউন্সিলরদের দ্বন্দ্বে এখনও পর্যন্ত পুরসভার বাজেট চূড়ান্ত হয়নি। ফলে উন্নয়নের কাজ বন্ধ।

এরই মধ্যে গত ২৫ জুন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে তলবি সভা ডাকার আবেদন জানান কংগ্রেসের একজন ও একজন নির্দল কাউন্সিলর সহ তৃণমূলের ১৩ জন কাউন্সিলর। চেয়ারম্যান সেই সভা না ডাকায় গত ১১ জুলাই ভাইস চেয়ারম্যানকে তলবি সভা ডাকার আবেদন জানানো হয়। তিনিও সভা না ডাকায় তিন জন সিনিয়র কাউন্সিলরের কাছে আবেদন জানানো হয়। গত সোমবার তাঁরা তলবি সভা ডাকেন। সেই সভায় ১৫ জন কাউন্সিলরের উপস্থিতিতে পুরপ্রধান রীতা দাসকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রীতা দাসকে অপসারণের মাত্র চব্বিশ ঘণ্টা পার হতেই শহরের নাগরিক পরিষেবার অচলাবস্থা নিয়ে পুরসভাকে কড়া চিঠি পাঠাল পুর ও নগরোন্নয়ন দফতর। দলের নির্দেশ উপেক্ষা করেই চেয়ারপার্সনকে অপসারণের পক্ষে স্বাক্ষর করেন তৃণমূলের ১৩ জন সহ ১৫ জন কাউন্সিলার। তার জেরে এবার ২৪ জন পদ থাকা নিয়েই আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি চেয়ারম্যান সহ কোনও কাউন্সিলর।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Krishnanagar Municipality: তৃণমূলের কাজিয়ায় থমকে পরিষেবা! কৃষ্ণনগরের পুরবোর্ডই ভেঙে দেবে রাজ্য সরকার? বেনজির কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল