রাজ্যের যে দশটা জেলাতে করোনা পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে নেই, কার্যত সেই দশটা জেলাতে ১০ জন অভিজ্ঞ আইএএসকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করলেন মুখ্য সচিব। তাঁরা ওই জেলাগুলিতে গিয়ে নজরদারি থেকে শুরু করে যাবতীয় সিদ্ধান্ত নেবেন। কোভিড মোকাবিলায় সবরকম সিদ্ধান্ত নেবেন এই দশজন অভিজ্ঞ আইএএস অফিসার। পাশাপাশি এই অফিসারদের দ্রুত সেই জেলাগুলিতে গিয়ে প্রয়োজনীয় নজরদারির কথা বলা হয়েছে। কলকাতা পুরসভার পাশাপাশি বাকি জেলাগুলিতে এই আইএএস অফিসারদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করলেন মুখ্য সচিব। নদীয়া, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, পূর্ব মেদিনিপুর, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং কোচবিহারে করোনা পরিস্থিতি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। ফলে এই জেলাগুলিতে নোডাল অফিসাররে করোনা মোকাবিলায় কাজ করবেন বলে জানা গিয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2021 11:04 PM IST