TRENDING:

bus accident in Burdwan: ব্রেক মারার পরও দাঁড়াল না কেন সরকারি বাস? জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীরা

Last Updated:

বাসটি কলকাতা থেকে যাত্রী নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে তারাপীঠ যাচ্ছিল। গলসির সারুল মোড়ে আচমকা একটি লরি ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গলসি: ফের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রী বোঝাই সরকারি বাস। বুধবার দুপুরে বর্ধমানে ১৯ নম্বর জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের গলসিতে দুর্ঘটনায় পড়ে সরকারি বাসটি। দুর্ঘটনায় আহত হয় পাঁচ জন বাসযাত্রী।
advertisement

গলসির সারুল মোড়ে যাত্রী বোঝাই বাসটি দুর্ঘটনার কবলে পড়লেও বরাত জোরে রক্ষা পান বাসের যাত্রীরা। পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: বীরভূমের স্কুলে ধরা পড়ল 'দিল্লি ফেরত' ভুয়ো অফিসার

বাসটি কলকাতা থেকে যাত্রী নিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে তারাপীঠ যাচ্ছিল। গলসির সারুল মোড়ে আচমকা একটি লরি ব্রেক কষলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। ফলে বাসের ভিতরে বসে থাকা যাত্রীরা আঘাত পান।

advertisement

আরও পড়ুন: মহিলাদের স্বনির্ভর করার প্রয়াস, বীরভূমে রমরমিয়ে চলছে সবলা মেলা

যাত্রীরা বলছেন, ''এই জেলায় দুর্ঘটনা যেন থামছেই না। কাটোয়ার পর এবার গলসিতে দুর্ঘটনা ঘটল। নিত্যযাত্রীরা বলেন, বুধবার গলসির সারুলের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সরকারি বাসটি । নিয়ন্ত্রণ হারিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটি সামনে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় বেশ কয়েক জন বাসযাত্রী আহত হয়েছেন। তাঁদের পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাসের যান্ত্রিক ত্রুটি না কি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

৫ জনের বেশি আঘাত লাগে। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কাটোয়ার দুর্ঘটনার পর বাসের যান্ত্রিক ত্রুটি সামনে এসেছিল। এবার সরকারি বাসের  ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। এবার সরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ায় তার ফিটনেস নিয়েও প্রশ্ন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
bus accident in Burdwan: ব্রেক মারার পরও দাঁড়াল না কেন সরকারি বাস? জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল