TRENDING:

চাকরিহারাদের অন্যতম 'মুখ' হয়েছিলেন, পরীক্ষার আগে সেই রাসমণি পাত্র এ কী বললেন! তুমুল শোরগোল

Last Updated:

এসএসসি দুর্নীতিতে অন্যতম মুখ হয়েছিলেন রাসমনি পাত্র। তাঁকে মনে আছে? কলকাতায় গান্ধী মুর্তির পাদদেশে মস্তক মুন্ডন করে প্রতিবাদ করেছিলেন তিনি। সেই কোলাঘাটের চাকরি প্রার্থী রাসমণি পাত্র আজ পরীক্ষায় বসার আগে ক্ষোভ উগরে দিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁশকুঁড়া: এসএসসি দুর্নীতির প্রতিবাদে অন্যতম মুখ হয়েছিলেন রাসমণি পাত্র। তাঁকে মনে আছে? কলকাতায় গান্ধী মুর্তির পাদদেশে মস্তক মুন্ডন করে প্রতিবাদ করেছিলেন তিনি। সেই কোলাঘাটের চাকরি প্রার্থী রাসমণি পাত্র আজ পরীক্ষায় বসার আগে ক্ষোভ উগরে দিলেন।
পরীক্ষায় বসছেন প্রতিবাদী রাসমণি পাত্র। (প্রতীকী ছবি)
পরীক্ষায় বসছেন প্রতিবাদী রাসমণি পাত্র। (প্রতীকী ছবি)
advertisement

এই প্রসঙ্গে তিনি বলেন, “আজ আমাদের অগ্নিপরীক্ষা। নিজের রাজ্যে আজ আমরা লজ্জিত। এতদিন রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডেডলাইন বেঁধে দিয়েছিল তা সত্ত্বেও আমাদের পরীক্ষায় বসতে হচ্ছে। এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। এতদিন আমরা গান্ধী মূর্তি পাদদেশে বসে ছিলাম। রোদ জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে। এতদিন যে আমরা বঞ্চিত, এর দায় কে নেবে। রাজ্য সরকারের কুকর্মের ফল আজ আমাদের ভোগ করতে হচ্ছে। যদি পরীক্ষায় বসতে হবে, তাহলে আমাদের সঙ্গে লুকোচুরি করছিল কেন সরকার। প্রতিশ্রুতি বারবার মিটিং, ডেড লাইনের কী দরকার ছিল? অযোগ্যদের বাঁচানোর জন্য আজ পরীক্ষায় বসতে হচ্ছে। এর থেকে লজ্জার বিষয় আর হতে পারে না।”

advertisement

আরও পড়ুন: ‘আপনার হাতে কী, খুলুন!’ SSC পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময়ই প্রশ্ন মহিলাকে! কী ছিল জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এসএসসি দুর্নীতির প্রতিবাদে এক সময় মাথার মুন্ডন করে প্রতিবাদ করেছিলেন কোলাঘাটের বাসিন্দা চাকরিপ্রার্থী রাসমণি পাত্র। আজ তিনি পাঁশকুড়া গার্লস হাইস্কুল সেন্টারে পরীক্ষা দিচ্ছেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাকরিহারাদের অন্যতম 'মুখ' হয়েছিলেন, পরীক্ষার আগে সেই রাসমণি পাত্র এ কী বললেন! তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল