এই প্রসঙ্গে তিনি বলেন, “আজ আমাদের অগ্নিপরীক্ষা। নিজের রাজ্যে আজ আমরা লজ্জিত। এতদিন রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডেডলাইন বেঁধে দিয়েছিল তা সত্ত্বেও আমাদের পরীক্ষায় বসতে হচ্ছে। এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না। এতদিন আমরা গান্ধী মূর্তি পাদদেশে বসে ছিলাম। রোদ জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে। এতদিন যে আমরা বঞ্চিত, এর দায় কে নেবে। রাজ্য সরকারের কুকর্মের ফল আজ আমাদের ভোগ করতে হচ্ছে। যদি পরীক্ষায় বসতে হবে, তাহলে আমাদের সঙ্গে লুকোচুরি করছিল কেন সরকার। প্রতিশ্রুতি বারবার মিটিং, ডেড লাইনের কী দরকার ছিল? অযোগ্যদের বাঁচানোর জন্য আজ পরীক্ষায় বসতে হচ্ছে। এর থেকে লজ্জার বিষয় আর হতে পারে না।”
advertisement
আরও পড়ুন: ‘আপনার হাতে কী, খুলুন!’ SSC পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময়ই প্রশ্ন মহিলাকে! কী ছিল জানেন?
এসএসসি দুর্নীতির প্রতিবাদে এক সময় মাথার মুন্ডন করে প্রতিবাদ করেছিলেন কোলাঘাটের বাসিন্দা চাকরিপ্রার্থী রাসমণি পাত্র। আজ তিনি পাঁশকুড়া গার্লস হাইস্কুল সেন্টারে পরীক্ষা দিচ্ছেন।