আরও পড়ুনঃ জেলায় জেলায় প্রস্তুতি সারা, কড়া নিয়মে আজ ফের এসএসসি পরীক্ষা! কী কী নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের?
ট্রাফিক পুলিশের তৎপরতায় এসএসসি পরীক্ষায় বসতে পারল দেবজ্যোতি ভট্টাচার্য নামে পরীক্ষার্থী। মঙ্গল কোর্টের মাজিগ্রামের বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে আসার সময়। অরিজিন্যাল আধার কার্ড আনতে ভুলে গিয়েছিল। নিয়ম মত সচিত্র পরিচয়পত্র দেখাতে না পারায় দেবজ্যোতিকে পরীক্ষা কেন্দ্র ঢুকতে দেওয়া হয়নি।
advertisement
কাঁদতে কাঁদতে ফিরে যাওয়ার সময় কাটোয়া ট্রাফিক পুলিশের আইসি সৌভিক গুপ্তার নজরে এলে তিনি নিজে তৎপর হয়ে দোকান খুলিয়ে আধার কার্ডের ফটোকপির ব্যবস্থা করে দেয়। পাশাপাশি মঙ্গলকোটের দেবজ্যোতির বাড়ি থেকে অরিজিনাল আধারকার্ড আনার জন্য একজন সিভিক ভলান্টিয়ারকে পাঠানো হয়। কাটোয়া কলেজের অধ্যক্ষ পরীক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন।
গত রবিবার নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয় এবারের পরীক্ষাতেও রয়েছে চ্যালেঞ্জ নিবিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার। সকাল দশটার মধ্যে সমস্ত পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। স্বচ্ছ পেন এবং অ্যাডমিট কার্ড ছাড়া অন্য কিছু পরীক্ষা কেন্দ্রের ভেতরে নিতে পারবেন না। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রেই থাকছে মেটাল ডিটেক্টর।
