টিএমসিপি এবং ডিএসও সমর্থকরা পুলিশের সামনেই দফায় দফায় মারপিটে জড়িয়ে পরে এদিন। কলেজের ২৩ টি আসনের জন্য মনোনয়ন তোলে টিএমসিপি ও ডিএসও। আজ সেই মনোনয়ন পত্র জমা দিতে এসে দুই দলের সমর্থকরা পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহত হন দু’জন ছাত্রী। ডিএসও-র অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে কলেজ গেট আটকে তাদের ঢুকতে বাধা দেয় টিএমসিপি।মারধর করে আই কার্ড কেড়েও নেওয়া হয়। পরে পুলিশের সাহায্যে কয়েক জন কলেজে ঢুকতে পারলেও বাকিদের কলেজে ঢুকতেই দেওয়া হয়নি বলেও অভিযোগ ডিএসও'র।
advertisement
হুগলী জেলায় এক মাত্র শ্রীরামপুর গার্লস কলেজ বিরোধীদের দখলে রয়েছে।এবার সেই কলেজও জোর করে দখল করতে চাইছে টিএমসিপি।এমনটাই অভিযোগ বিরোধীদের ৷ টিএমসিপির তরফে অবশ্য পাল্টা অভিযোগ, ডিএসও সমর্থকরা তাদের ছাত্রীদের কলেজে ঢোকার সময় বাধা দেয়,মারধর করে, কামড়ে-খিমচে দেয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচন আগামী ৩১ শে জানুয়ারী।