রবিবার সকাল থেকেই বাম কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা করে জনসংযোগ বৃদ্ধি করতে ঝাঁপিয়ে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সকল রাজনৈতিক দলের প্রার্থীদের চোখে পড়লেও তেমন চোখে পড়েনি সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যের দেয়াললিখন। সেই দেয়াললিখনের বিষয় নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞাসা করা হয়।
advertisement
আরও পড়ুন: এবার ইতিহাসের দীর্ঘতম লোকসভা ভোট, কিন্তু আবহাওয়ার রিপোর্ট আসতেই তোলপাড়! ভয়ঙ্কর পূর্বাভাস
তিনি বলেন, ‘কাগজে লিখে নাম সে নাম ছিঁড়ে যাবে, কিন্তু মানুষের হৃদয়ে লেখা নাম সে নাম রয়ে যাবে। দেয়ালে নাম লিখলে সেই দেওয়ালের লেখা নাম কোনও একটা সময় মুছে যাবে। আমি মানুষের হৃদয়ে নাম লিখতে চাই।’ রবিবার বারুইপুরের পদ্মপুকুর থেকে শিবানীপিঠ পর্যন্ত জনসংযোগ পদযাত্রা করেন সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। এক সময় যাদবপুর লোকসভা কেন্দ্র ছিল বামেদের শক্ত ঘাঁটি। কিন্তু এখন যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি। তৃণমূলের শক্ত ঘাঁটিতে মানুষের হৃদয়ে নাম লেখার লক্ষ্যে নেমে পড়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য।
আরও পড়ুন: কলকাতা থেকে চালু হচ্ছে নতুন ৪ বিমান, এর মধ্যে দু’টি আন্তর্জাতিক! জানুন
সৃজন ভট্টাচার্য তিনি আরও বলেন, ‘যাদবপুর লোকসভা কেন্দ্রে যে সকল দেওয়ালে সিপিআইএম ও তৃণমূল প্রার্থীদের নাম লেখা হয়েছে আপনি ভাল করে লক্ষ্য করবেন, সেই সকল দেওয়ালগুলিতে দেখবেন লাল রঙের ব্যবহার করা হয়েছে। আর লাল রং খেটে খাওয়া মানুষের কথা তুলে ধরে। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে আমরা ভোটের প্রচার করতে গিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভের কথা শুনছি। তাঁরা বলছেন লাল এগিয়ে যাবে।’ যাদবপুর লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই জোরকদমে নেমে পড়েছে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যাবে সেই প্রশ্নের জবাব পাওয়া যাবে ৪ জুন।
সুমন সাহা