নাচ, গান—সবই যেন মিলেমিশে এক উৎসবের আবহ। কিন্তু দর্শকদের সবচেয়ে বেশি চমকে দিলেন অভিনেত্রী নিজে। অভিনয় আর সৌন্দর্যের বাইরে এবার শ্রাবন্তীর কণ্ঠে শোনা গেল শিশু কণ্ঠের অভিনব মিমিক্রি! মুহূর্তে হাততালিতে মুখর হয়ে ওঠে বসিরহাটের মাঠ। শ্রাবন্তীর এই একাধিক গুণে অভিভূত বসিরহাটবাসী, অনেকে বললেন— “অভিনেত্রী হিসেবে শ্রাবন্তীকে জানতাম, কিন্তু এমন বহুমুখী প্রতিভা আগে দেখিনি!” এদিনের মঞ্চে ছিলেন আরও এক পরিচিত মুখ—বিখ্যাত ধারাভাষ্যকর শাকিল আনসারী। তাঁর প্রাণবন্ত উপস্থাপনা ও রসিক মন্তব্যে দর্শকরা উপভোগ করেন এক অনন্য সন্ধ্যা।
advertisement
বিজয়া সম্মেলনী উপলক্ষে বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লক থেকে হাজার হাজার কর্মী, সমর্থক ও শ্রাবন্তীর অনুরাগী ভ্যাবলা হাই স্কুল মাঠে ভিড় জমান। পুরো মাঠ ভরে ওঠে উৎসবমুখর জনসমাগমে। এ বিষয়ে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন বলেন, ‘বিজয় সম্মেলনী শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের মিলনমেলা। শ্রাবন্তীর মতো জনপ্রিয় শিল্পীর উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, এই অনুষ্ঠান শুধু রাজনৈতিক সমাবেশ নয়, ছিল এক সাংস্কৃতিক মেলবন্ধনের উৎসব। শ্রাবন্তীর হাসিমুখ, সহজ ব্যবহার ও প্রাণবন্ত পরিবেশনা মন কেড়েছে সকলের। অনুষ্ঠান শেষে ভক্তদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় অভিনেত্রীকে। সবমিলিয়ে, শ্রাবন্তীর উপস্থিতিতে বসিরহাটের বিজয় সম্মেলনী পরিণত হয়েছিল আনন্দ, উচ্ছ্বাস ও প্রতিভার এক অবিস্মরণীয় সন্ধ্যায়।