ওঁদের সকলের পরিবার থাকলেও সাধারণের সমাজে ওঁদের ঠাঁই নাই, বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি হোমে তাঁদের আস্তানা। সেখানেই বাগনানের রানি আর হুগলির শিল্পীরা হয়ে উঠেছে ফুটবল খেলোয়াড়।
আরও পড়ুন: পুরসভার অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীর টাকা হাতিয়ে চম্পট!
তাঁদের মধ্যে কেউ কেউ আবার বিদেশে পাড়ি দিয়েছে ফুটবল দক্ষতার জোরেই, কেউ আবার এই বছরই দেশের হয়ে ফুটবল খেলতে যাবে বিদেশে। সম্প্রতি তাঁরাই লিলুয়ার একটি স্কুলের ফুটবল প্রতিযোগিতার মাঠে ফুটবলের ঝড় তুলল।
advertisement
আরও পড়ুন: স্কুলছাত্রীকে অপহরণ, গ্রেফতার মুরগী ব্যবসায়ী! ঢোলাহাটে চাঞ্চল্য
খেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ বাবু বললেন, ''আসলে রানি বা শিল্পীরাই ভারতীয় ফুটবলকে বিশ্বের মঞ্চে নিয়ে যেতে পেরেছে। আমরাও হয়তো পারিনি। আমাদের আক্ষেপ কিছুটা হলেও মিটবে ওদের জন্যই।''
খেলার বুট, পোশাক আর ফুটবলের অভাব ওদের পিছু ছাড়ে না। ওঁদের একটাই দাবি, খেলার জন্য একটা মাঠ। যাতে আরও বেশি করে অনুশীলন করতে পারেন। গোটা বিশ্ব যখন আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্য গলা ফাটাচ্ছে, ঠিক তখনই ব্রাজিল, আর্জেন্টিনার জার্সি পরে ওরা বল আর মাঠের জন্য আর্তনাদ করছে । আসলে এই সমাজে ওরাই তো আসল মেসি বা নেইমার।