TRENDING:

কেউ সোজা হাঁটতে পারেন না, কেউ কথা বলতে অক্ষম, সেই মেয়েরাই আজ ফুটবল খেলতে বিদেশে

Last Updated:

খেলার বুট, পোশাক আর ফুটবলের অভাব ওদের পিছু ছাড়ে না। ওঁদের একটাই দাবি, খেলার জন্য একটা মাঠ। যাতে আরও বেশি করে অনুশীলন করতে পারেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লিলুয়া: ওঁরা ফুটবল খেলে, ওঁরাও ঝড় তোলে সুক্ষ পায়ের কাজে | হ্যাঁ  ওঁরা আর পাঁচটা মেয়ের মতো নয় হয়তো। কিন্তু ওঁরা অসাধারণ দক্ষতার দাবিদার। পাখি, শিল্পী, রানিরা কেউ দু'পায়ে সোজা হয়ে চলতে পারেন না, কেউ আবার কথাও বলতে পারেন না, কারও একটা হাত ছোট। সকলেই মানসিক ভাবে বিশেষ রোগে আক্রান্ত |
advertisement

ওঁদের সকলের পরিবার থাকলেও সাধারণের সমাজে ওঁদের ঠাঁই নাই, বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি হোমে তাঁদের আস্তানা। সেখানেই বাগনানের রানি আর হুগলির শিল্পীরা হয়ে উঠেছে ফুটবল খেলোয়াড়।

আরও পড়ুন: পুরসভার অফিসার পরিচয় দিয়ে ব্যবসায়ীর টাকা হাতিয়ে চম্পট!

তাঁদের মধ্যে কেউ কেউ আবার বিদেশে পাড়ি দিয়েছে ফুটবল দক্ষতার জোরেই, কেউ আবার এই বছরই দেশের হয়ে ফুটবল খেলতে যাবে বিদেশে। সম্প্রতি তাঁরাই লিলুয়ার একটি স্কুলের ফুটবল প্রতিযোগিতার মাঠে ফুটবলের ঝড় তুলল।

advertisement

আরও পড়ুন: স্কুলছাত্রীকে অপহরণ, গ্রেফতার মুরগী ব্যবসায়ী! ঢোলাহাটে চাঞ্চল্য

খেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্য। বিশ্বজিৎ বাবু বললেন, ''আসলে রানি বা শিল্পীরাই ভারতীয় ফুটবলকে বিশ্বের মঞ্চে নিয়ে যেতে পেরেছে। আমরাও হয়তো পারিনি। আমাদের আক্ষেপ কিছুটা হলেও মিটবে ওদের জন্যই।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

খেলার বুট, পোশাক আর ফুটবলের অভাব ওদের পিছু ছাড়ে না। ওঁদের একটাই দাবি, খেলার জন্য একটা মাঠ। যাতে আরও বেশি করে অনুশীলন করতে পারেন। গোটা বিশ্ব যখন আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্য গলা ফাটাচ্ছে, ঠিক তখনই ব্রাজিল, আর্জেন্টিনার জার্সি পরে ওরা বল আর মাঠের জন্য আর্তনাদ করছে । আসলে এই সমাজে ওরাই তো আসল মেসি বা নেইমার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেউ সোজা হাঁটতে পারেন না, কেউ কথা বলতে অক্ষম, সেই মেয়েরাই আজ ফুটবল খেলতে বিদেশে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল