TRENDING:

Task Force : জেলার বাজারে নজর টাস্ক ফোর্সের, দামের হেরফেরে কড়া প্রশাসন

Last Updated:

জেলার বাজারে নজর টাস্ক ফোর্সের, দামের হেরফেরেই কড়া প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে এবার জেলার বাজারগুলিতে নজরদারি চালাচ্ছে টাস্ক ফোর্স। এ দিন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, কৃষি বিপণন বিভাগ, মৎস্য বিভাগ সহ বিধাননগর পুলিশের যৌথ অভিযান চলে সল্টলেকের বিডি মার্কেটে। কৃত্রিম উপায়ে চাহিদা বৃদ্ধি করে, সবজি-সহ খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি ঘটায় একশ্রেণীর ফড়েরা। তাতেই অত্যাধিক মূল্য দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে হয়রানি শিকার হতে হয় সাধারণ মানুষ থেকে আমজনতার।
advertisement

কপালে পড়ে দুশ্চিন্তার ভাঁজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজারের এ হেন কৃত্রিম মূল্যবৃদ্ধি আটকাতেই জেলার নানা বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালায় টাস্ক ফোর্সের আধিকারিকরা। সল্টলেকের বিভিন্ন বাজারে এদিন তাই অভিযান চালানো হয়। সল্টলেকের বিডি মার্কেট, এবি ও এসি মার্কেট সহ বিভিন্ন বাজার ঘুরে দেখেন তারা। প্রত্যেকটি ব্যবসায়ীকে আলাদা আলাদা করে সবজির দাম জিজ্ঞাসা করা হয়, লাগাম ছাড়া দাম বেগুন, উচ্ছে, বিনসের বলেও জানান তারা। এছাড়া দাম নিয়ন্ত্রণেই রয়েছে। জেলার বাজারগুলিতে যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবজি আলুর দাম নিয়ন্ত্রণে থাকে সেই জন্য লাগাতার অভিযান চলবে বলেও জানান বেঙ্গল টার্স ফোর্স এর আধিকারিক রবীন্দ্রনাথ কোলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Task Force : জেলার বাজারে নজর টাস্ক ফোর্সের, দামের হেরফেরে কড়া প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল