বুধবার ভোরে দেরাদুন থেকে হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেস বর্ধমান স্টেশন ছাড়ানোর পরই অভিযুক্ত রবি সোনকার ওই ছাত্রীর শ্লীলতাহানি করেন ৷ নির্যাতিতা সাহায্যের জন্য গলা ফাটিয়ে চিৎকার করলেও কোনও রেল পুলিশোর দেখা পাননি ৷ এমনকী, মহিলাদের সাহায্যার্থে খোলা রেলের হেল্পলাইনেও ফোন পাওয়া যায়নি ৷ ভোররাতে ছাত্রীর প্রাণান্ত চিৎকার শুনে ছুটে আসেন IRCTC কর্মীরা ৷ ট্রেনের কর্মীদের আসতে দেখে ব্যাণ্ডেল স্টেশনে ঢোকার মুখে চেন টেনে কামরা থেকে ঝাঁপ দিয়ে নেমে যায় অভিযুক্ত ৷ কিন্তু পালানোর সময় ব্যাণ্ডেল জিআরপি-র এক কনস্টেবলের তৎপরতায় ধরা পরে যায় রবি ৷ প্রথমে চোর ভেবেই ওই কনস্টেবল রবি সোনকারকে আটক করলেও পরে আসল ঘটনা প্রকাশ পায় ৷ আটক আভিযুক্তকে নির্যাতিতা শনাক্ত করার পরই তাকে গ্রেফতার করে জিআরপি ৷ হাওড়া স্টেশনে পৌঁছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ছাত্রী ৷ ধৃতকে আজ চুঁচুড়া আদালতে তোলা হবে ৷
advertisement
অন্যদিকে, দুন এক্সপ্রেসে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি ৷ খতিয়ে দেখা হবে সমস্ত অভিযোগ বলে আশ্বাস দিয়েছেন রেল কর্তৃপক্ষ ৷ কেন কাজ করল না হেল্পলাইন নম্বর? তাও জানতে চাওয়া হয়েছে ৷ কোচের দায়িত্বপ্রাপ্ত RPF কর্মীকে ও টিকিট পরীক্ষককে
ডেকে পাঠানো হয়েছে ৷