TRENDING:

জানেন কিভাবে তৈরি হল শক্তিপীঠ তারাপীঠ ?

Last Updated:

শক্তিপীঠ তারাপীঠ আসলে কারা তৈরি করেছিলেন, জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: তাজমহল তৈরির পর নাকি কারিগরের হাত কেটে দিয়েছিলেন শাহজাহান। দ্বিতীয় আরেকটি তাজমহল চাননি মোগল সম্রাট। বাংলার এই শক্তিপীঠ তৈরির কারিগরদের নাম কিন্তু আজও জ্বলজ্বল করছে পাথরের ফলকে। তাঁদের খবর কেউ না রাখলেও মন্দিরে ঢুকলে প্রথমে চোখে পড়বে তাঁদেরই নাম। ৫০০ থেকে ৭০০ বছরের সময়ের চাদরে হয়ত সেই নামগুলো আজ ঝাপসা। জানেন বাংলার কোন সে শক্তিপীঠে আজও কারিগরদের নিরুচ্চার জয়ধ্বনি?
advertisement

নামে কি বা আসে যায়। কর্মেই পরিচয়। কথাটা হয়ত ঠিক। তবু । আসে যায়। আর সেই নাম যদি হয় তারাপীঠের মন্দির তৈরির কারিগরদের?

তারা পীঠ। তারা-মায়ের মন্দির । দ্বারকা নদীর ধারে রামপুরহাট থেকে ছ কিলোমিটার দূরে ছোট্ট মন্দিরনগরী। মন্দির সংলগ্ন মহাশ্মশান। বছর ভর এই শক্তিপীঠে ভক্তদের ভিড় লেগে থাকে। কিন্তু কজন নজর করেন মন্দিরের বারান্দার ঠিক নীচে এই ফলকটি?

advertisement

ঠিক করে নজর করলে দেখতে পাবেন ঝাপসা হয়ে আসা চোদ্দটি নাম। কেউ বলেন পাঁচশো। কেউ বলেন সাতশো বছরের ইতিহাস। সেই সময় এই জায়গার নাম ছিল চন্ডীপুর। ঘন জঙ্গল। গাছমছমে পরিবেশ। দ্বারকা নদী দিয়ে ব্যবসা করতে যাচ্ছিলেন ব্যবসায়ী জয় দত্ত সদাগর। চন্ডীপুরে তাঁর ছেলেকে সাপে কাটে।

লোকশ্রুতি, এখানে দ্বারকার জল খেয়ে নাকি প্রাণ ফিরে পায় ছেলে। তারপরই এখানকার শ্মশানে সাধনা করতে শুরু করেন সদাগর। স্বপ্নাদেশে শ্মশানেই তারামায়ের শিলামূর্তির হদিশ পান তিনি। পরে মন্দির করেন মল্লারপুরের জমিদার।

advertisement

অনেকেই হয়ত জানেন এই গল্প। কিন্তু চেনেন কি মন্দির তৈরির কারিগরদের? টেরাকোটা, পাথর দিয়ে তৈরি মন্দির তৈরিতে কতটা কষ্ট , পরিশ্রম লুকিয়ে ছিল, তার খবর কজন রাখেন? কিন্তু মন্দির প্রতিষ্ঠাতা ভুলে যাননি কারিগরদের কথা। পাথরের ফলকে পর পর নাম লেখা চোদ্দজন শ্রমিকের।

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণচন্দ্রপুরে এবার স্বপ্নের স্টেডিয়াম, নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য
আরও দেখুন

মন্দির তো অনেক আছে। শক্তিপীঠও আছে। কিন্তু এমন কারিগর পুজোর খবর খুব একটা পাওয়া যায় না। এখানেই বোধহয় তারা-মায়ের মন্দির আক্ষরিক অর্থেই শক্তিপীঠ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জানেন কিভাবে তৈরি হল শক্তিপীঠ তারাপীঠ ?