মঞ্চে সূর্যকান্তের কটাক্ষ মুখ্যমন্ত্রী নীল-সাদা রং ঘিরে ৷ সভায় অংশ নেওয়া মানুষদের উদ্দেশ্যে সূর্যকান্তের সহজ হিসেব ৷ স্পষ্ট কথায় সূর্য বললেন, ‘এ রাজ্যে এতদিন শিল্প নিয়ে ভেবেছে একমাত্র বামেরাই৷ তাই রাজ্যে শিল্প শুধু বামেরাই গড়তে পারবে ৷ তবে শিল্পের জন্য কৃষি জমিতে বামেরা কখনই হাত দেবে না ৷ আমরা কৃষকদের পাশে দাঁড়াব ৷ তাঁদের উজ্জীবিত করব ৷ টাটারা চলে যাওয়ায় শিল্পের বেশ ক্ষতি হয়েছে ৷ রাজ্যে তো বিনিয়োগ আসছেই না ৷ এই অবস্থার বদল একমাত্র আনতে পারে বামেরাই ৷’ শুধু তাই নয়, সূর্য-র কথাতেও উঠে এল শালবনিতে ইস্পাত কারখানা তৈরির কথা ৷ মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করে সোজাসুজি সূর্য জানালেন, ‘শালবনিতে কোনও সিমেন্টা কারখানা নয়, ইস্পাত কারখানাই হবে ৷’ এমনকী, শিল্পের জন্য মমতার লন্ডন ও সিঙ্গাপুর ভ্রমণকেও সমালোচনা করতে ছাড়লেন না সূর্য ৷ মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করে এদিন সূর্যকান্ত বলেন, ‘ চিটফান্ড কেলেংকারির সব তথ্য রয়েছে ৷ কেউ ছাড় পাবে না ৷ ’
advertisement
সামনেই বিধানসভা নির্বাচন, জাঠার সভায় তাই সূর্যকান্ত মিশ্রর আদব-কায়দায় সংগঠিত হওয়ার আভাস পাওয়া গেল ৷ বামফ্রন্ট অনুরাগীদের উদ্দ্যেশে মঞ্চ থেকে তিনি বলে উঠলেন, ‘শুধু মন্ত্রী নয়, সরকার বদলাতে হবে ৷ বুথে বুথে সংগ্রাম কমিটি গড়ে তুলতে হবে ৷’ এদিন জাঠার সভার মঞ্চ থেকে বামফ্রন্টের একটাই স্লোগান, ‘বামপন্থী সব সংগঠন ঐক্যবদ্ধ হও ৷’