TRENDING:

‘দু’টাকার চাল’ বামেদের পরিকল্পনা বলে দাবি সূর্যকান্তের

Last Updated:

বাম-কংগ্রেস জোটকে নিয়মিত একের পর এক সভায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা তোপ দাগছে বিরোধীরা। মঙ্গলবার বাঁকুড়ার সোনামুখীর সভায় জোট নিয়ে মমতাকে কটাক্ষ করলেন সূর্যকান্ত মিশ্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: বাম-কংগ্রেস জোটকে নিয়মিত একের পর এক সভায় আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা তোপ দাগছে বিরোধীরা। মঙ্গলবার বাঁকুড়ার সোনামুখীর সভায় জোট নিয়ে মমতাকে কটাক্ষ করলেন সূর্যকান্ত মিশ্র।
advertisement

নারদ স্টিং থেকে উড়ালপুল বিপর্যয়, টেট থেকে সারদা- নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন সিপিএমের প্রচারের মুখ সূর্যকান্ত মিশ্র। তৃণমূল নেত্রীর স্লোগানকেই ঘুরিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবহার করে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল, জেলে যাবে তৃণমূল ৷ ’ বিরোধী দলনেতার মত, ‘মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন,তাই জোটকে আক্রমণ করছেন ৷’ সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়া নিয়েও শাসক দলের সমালোচনা করেন সূর্যকান্ত মিশ্র ৷ তৃণমূল আমলে জনপ্রিয় ২ টাকার চাল প্রকল্পকে সিপিএম রাজ্য সম্পাদক বামেদের পরিকল্পনা বলেও দাবি করেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেও এই মন্তব্যে কার্যত তাঁর প্রকল্পের প্রশংসাই করলেন সিপিএম রাজ্য সম্পাদক। এমনটাই মনে করছেন রাজনীতির পর্যবেক্ষকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘দু’টাকার চাল’ বামেদের পরিকল্পনা বলে দাবি সূর্যকান্তের