নারদ স্টিং থেকে উড়ালপুল বিপর্যয়, টেট থেকে সারদা- নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন সিপিএমের প্রচারের মুখ সূর্যকান্ত মিশ্র। তৃণমূল নেত্রীর স্লোগানকেই ঘুরিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবহার করে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘ঠান্ডা ঠান্ডা কুল কুল, জেলে যাবে তৃণমূল ৷ ’ বিরোধী দলনেতার মত, ‘মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গিয়েছেন,তাই জোটকে আক্রমণ করছেন ৷’ সবুজসাথী প্রকল্পের সাইকেল দেওয়া নিয়েও শাসক দলের সমালোচনা করেন সূর্যকান্ত মিশ্র ৷ তৃণমূল আমলে জনপ্রিয় ২ টাকার চাল প্রকল্পকে সিপিএম রাজ্য সম্পাদক বামেদের পরিকল্পনা বলেও দাবি করেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেও এই মন্তব্যে কার্যত তাঁর প্রকল্পের প্রশংসাই করলেন সিপিএম রাজ্য সম্পাদক। এমনটাই মনে করছেন রাজনীতির পর্যবেক্ষকরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2016 8:32 PM IST