দুর্গাপুর পশ্চিমে মনোনয়ন জমা ঘিরে নাটকের সূত্রপাত সোমবার। শেষ মুহূর্তে মনোনয়ন জমা দেন সিপিএম প্রার্থী বিপ্রেন্দু চক্রবর্তী। মনোনয়নের সময় জমা দেওয়া দলীয় প্রতীকেও ছাপা ছিল মেমারি বিধানসভার নাম। পরে পেন দিয়ে দুর্গাপুর পশ্চিমের নাম লেখা হয়। এ নিয়ে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করে কংগ্রেসই। নিছক বেখেয়ালে করা ভুল? নাকি জোটের জট কাটাতে সিপিএমের কৌশল? প্রশ্ন ওঠে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, কংগ্রেসকে সুবিধা দিয়ে জোটের জট কাটাতে বিশেষ ‘কৌশল’ নিয়েছে রাজ্য নেতৃত্ব ৷ স্থানীয় CPM নেতৃত্বের চাপে নিমরাজি শীর্ষ নেতৃত্ব শেষে মতবদল করে ৷ যদিও নির্ধারিত সময় পেরোতেই আসে দলীয় প্রতীক ৷ এর ফলে ত্রুটি রয়ে যায় CPM প্রার্থী বিপ্রেন্দু চক্রবর্তীর মনোনয়নে ৷ মঙ্গলবার প্রথম দফার দ্বিতীয় পর্বের স্ক্রুটিনি। ফলে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে সিপিএম প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেরকম হলে, বাম-কংগ্রেস বন্ধুতা আরও জোরালো হবে রাজনৈতিক মহলে।
advertisement