আই লিগের আগেই রবিবার শেষ ম্যাচ। তাই মহমেডানের বিরুদ্ধে বড় ম্যাচ হিসেবেই মাঠে নামছে মোহনবাগান। কিক-অফের আগে ঝাড়া এক ঘণ্টার অনুশীলনে মোহন কোচ শঙ্করলাল চক্রবর্তীর বার্তা মন খুলে ফুটবল খেলার। টালিগঞ্জের কাছে হারের পর খানিকটা ঝিমিয়ে পড়েছিলেন ফুটবলাররা। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠা গিয়েছে বলে দাবি শঙ্করলালের। তবে তাঁকে ভাবাচ্ছে ডাফির চোট।
advertisement
প্রতি ম্যাচের আগে প্রতিপক্ষ সমীহ করেছেন। মহমেডান ম্যাচেও কোনও ব্যতিক্রম হল না। মাঠে নামার আগেই জানিয়ে দিলেন মনভীর-ডোডস তাঁদের বেগ দিতে পারেন। তাতেও অবশ্য দমতে রাজি নয় মোহনবাগান। তিন পয়েন্ট নিয়েই কল্যাণী ছাড়তে চায় সবুজ-মেরুন।
প্রথমে ডার্বি না খেলা। তারপর ঘরের মাঠে টালিগঞ্জের কাছে হার। কলকাতা লিগ হাতের অনেক বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে রবিবার কল্যাণীতে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে মরসুমের বড় ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। এই সেই কল্যাণী যেখানে গত ৭ সেপ্টেম্বর ডার্বি খেলতে অস্বীকার করেছিলেন বাগান কর্তারা। কিন্তু শুক্রবার জেলা শহরের এই মাঠে অনুশীলন করে খুশি বাগান ফুটবলাররা। কোচ শঙ্করলাল চক্রবর্তীর দাবি, জিতেই লিগ শেষ করতে চান।
