TRENDING:

সিউরিতে বাম প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থীহীন প্রচার

Last Updated:

জোট জট কাটাতে দফায় দফায় বৈঠক করছেন বাম-কংগ্রেস নেতারা। রফাসূত্রের আশায় প্রদেশ কংগ্রেস নেতৃত্বও। কিন্তু, নিচুতলায় সেই বার্তা পৌঁছচ্ছে না। রবিবার সেই ছবিই দেখা গেল সিউড়িতে। এখানে ব্যানার লাগিয়ে ভোট প্রচারে নেমেছে জেলা কংগ্রেস। অবশ্য, ব্যানারে কোনও প্রার্থীর নাম নেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিউড়ি: জোট জট কাটাতে দফায় দফায় বৈঠক করছেন বাম-কংগ্রেস নেতারা। রফাসূত্রের আশায় প্রদেশ কংগ্রেস নেতৃত্বও। কিন্তু, নিচুতলায় সেই বার্তা পৌঁছচ্ছে না। রবিবার সেই ছবিই দেখা গেল সিউড়িতে। এখানে ব্যানার লাগিয়ে ভোট প্রচারে  নেমেছে জেলা কংগ্রেস। অবশ্য, ব্যানারে কোনও প্রার্থীর নাম নেই।
advertisement

বীরভূম জেলার এগারোটি আসনের মধ্যে এখনও বেশ কয়েকটি আসন নিয়ে বাম-কংগ্রেস দড়ি টানাটানি চলছে। এরমধ্যে মুরারই, হাসান ও রামপুরহাট আসন ছাড়তে নারাজ কংগ্রেস। এদিকে, কথা দিয়েও, কংগ্রেসের আসনে প্রার্থী দিয়ে রেখেছে বামেরা। সিউড়িতে বাম প্রার্থী রামচন্দ্র ডোম। জেলায় জোট পরিস্থিতি নিয়ে বিভ্রান্ত কংগ্রেস কর্মীরাও। জেলার সাধারণ সম্পাদক অসীম মুখোপাধ্যায় জানান, ১১টি কেন্দ্রেই একলা লড়ার জন্য দল প্রস্তুত। যদিও, কংগ্রেসের এই প্রার্থীহীন ব্যানার প্রচারকে গুরুত্ব দিতে নারাজ জেলা সিপিএম নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সিউরিতে বাম প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থীহীন প্রচার