TRENDING:

খড়গ্রামে বোমা বিস্ফোরণ

Last Updated:

খড়গ্রামে বোমা ফেটে ভাঙল বাড়ির পাঁচিল ৷ পরপর বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ হয় ৷ আচমকা প্রচন্ড জোরে আওয়াজ হওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে ৷ পরিত্যক্ত ঘরে রাখা ছিল বোমাগুলি বলে জানা গিয়েছে ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেয় ৷ বাড়িটি পারুলিয়া পঞ্চায়েতের প্রধান তৃণমূলের রুবিনা বিবির ভাইয়ের ৷ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে খড়গ্রামের পারুলিয়ায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কী ভাবে বোমাগুলি ওই বাড়িতে এল সেই বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: পর পর বেশ কয়েকটি বিস্ফোরণে  ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের খড়গ্রামের পাড়ুলিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বেশ কয়েকবার তাঁরা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। এলাকার বাসিন্দা আখতার শেখের বাড়িতে বিস্ফোরণ হয়। খড়গ্রামের পাড়ুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবিনা বিবির আত্মীয় এই আখতার শেখ। বিস্ফোরণের জেরে আখতার শেখের বাড়ির পাঁচিল ভেঙে যায়। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এলাকায় ঝামেলা বাধানোর জন্যই ওই বোমা মজুত করা হয়েছিল।বিস্ফোরণের পরেই পলাতক আখতারের বাড়ির লোকজন। ওই বাড়িতে আরও বোমা মজুত আছে কিনা তা জানতে তল্লাশি করা হচ্ছে।
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খড়গ্রামে বোমা বিস্ফোরণ