TRENDING:

অভিযুক্তদের হুমকিতে শঙ্কিত সৌরভের পরিবার

Last Updated:

এক বছর আট মাস পর শোনা গেল বিচারের বাণী ৷ বামনগাছি সৌরভ চৌধুরী হত্যা মামলায় মূল অভিযুক্ত শ্যামল কর্মকার সহ ১২ জনকে শুক্রবার দোষী সাব্যস্ত করল আদালত ৷ বেকসুর খালাস দেওয়া হয় একজনকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারাসত: এক বছর আট মাস পর শোনা গেল বিচারের বাণী ৷ বামনগাছি সৌরভ চৌধুরী হত্যা মামলায় মূল অভিযুক্ত শ্যামল কর্মকার সহ ১২ জনকে শুক্রবার দোষী সাব্যস্ত করল আদালত ৷ বেকসুর খালাস দেওয়া হয় একজনকে ৷
advertisement

এই রায়ের জন্য বহুদিন ধরে প্রতীক্ষা করছিলেন সৌরভের বাবা-মা থেকে সৌরভের প্রতিবেশীরা ৷ কিন্তু রায় শোনার পর সম্পূর্ণ সন্তুষ্ট নন সৌরভের পরিবার ৷ দোষীদের রাজনৈতিক যোগে শঙ্কিত পরিবার ৷ অভিযুক্ত অনুপ তালুকদার বেকসুর খালাস পাওয়ায় আতঙ্কিত সৌরভের বাবা ৷ এদিন তিনি বলেন- ‘দোষীরা আমাদের হুমকি দিয়েছে ৷ একজন ছাড়া পাওয়ায় আমি আতঙ্কিত ৷’ এসব সত্ত্বেও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান সৌরভের পরিবার ও শুভানুধ্যায়ীরা ৷ তাঁদের বক্তব্য, ‘দোষীদের ফাঁসি হোক, না হলে আরও মায়ের কোল খালি হবে ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেআইনী মদের ঠেকের প্রতিবাদ করায় ২০১৪ সালের ৫ জুলাই নৃশংসভাবে হত্যা করা হয় বিরাটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নিরীহ সৌরভ চৌধুরীকে ৷ ওইদিন বাড়ির সামনেই মোবাইলে কথা বলছিল সৌরভ। সেখান থেকে ওই কলেজ ছাত্রকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। রাতভর তল্লাশির পরও হদিশ মেলেনি সৌরভের। পরের দিন রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় তাঁর খণ্ড-বিখণ্ড দেহ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অভিযুক্তদের হুমকিতে শঙ্কিত সৌরভের পরিবার