TRENDING:

Titagarh murder: টিটাগড়ে কুপিয়ে খুনের ঘটনায় হাসপাতালে ভাঙচুর, কড়া পদক্ষেপ! খুনে অভিযুক্তদের তোলা হল আদালতে

Last Updated:

এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভর নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ তবে আরও দুই অভিযুক্ত পলাতক বলে খবর৷ জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর আকাশের সঙ্গে এই পবনের একটি গন্ডগোলের ঘটনা ঘটে৷ তার জেরে খড়দহ থানায় অভিযোগও দায়ের হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: টিটাগড়ে দোলের দিন কলেজ ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনার পরে এবার প্রশাসনের নজরে নিহতেরই আত্মীয় ও পরিজনেরা৷ অভিযোগ, আকাশ যাদবকে প্রথমে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় বলরাম বসু হাসপাতালে৷ সেখানে আকাশের চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না বলে কর্মরত চিকিৎসকের উপরে নাকি চ়ড়াও হয়েছিলেন আকাশের সঙ্গে আসা তাঁর আত্মীয় ও এলাকার বাসিন্দাদের একাংশ৷ সেই সময় সিকিওরিটি গার্ডের উপরেও তাঁরা চড়াও হন বলে অভিযোগ৷ ভাঙচুর চালানো হয় লিফট এবং হাসপাতালের অন্যত্রও৷ এই ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতেই খড়দহ থানায় অভিযোগ চালানো হয়েছে৷
News18
News18
advertisement

টিটাগরে কুপিয়ে খুনের ঘটনায় শনিবার অভিযুক্ত রাজকুমার রাজভর ও তাঁর ছেলে পবন রাজভর দুজনকেই গ্রেফতার করে খড়দা থানা শনিবার ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হচ্ছে।

আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ডে ক্যানসারের কেমোথেরাপি! কমছে চিকিৎসার খরচ, বিদেশের মঞ্চে ফের সমাদৃত বাংলার সরকারি প্রকল্পের

দোলের দিন দুপুরে এক তরুণের খুনের ঘটনায় উত্তেজনা ছড়ায় টিটাগড়ে৷ সেই শাসকদল তৃণমূলের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রের খবর৷ জানা গিয়েছে, এদিন দুপুরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় ওই তৃতীয় বর্ষের কলেজ ছাত্রকে৷ ওই ছাত্র খড়দহ থানা এলাকার টিটাগড়ের এফজি রোডের বাসিন্দা ছিলেন৷ ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া৷ গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে রথতলার একটি বেসরকারি হাসপাতাল এবং সেখান থেকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করা হয়৷

advertisement

এই ঘটনায় মূল অভিযুক্ত পবন রাজভর নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ৷ তবে আরও দুই অভিযুক্ত পলাতক বলে খবর৷ জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর আকাশের সঙ্গে এই পবনের একটি গন্ডগোলের ঘটনা ঘটে৷ তার জেরে খড়দহ থানায় অভিযোগও দায়ের হয়৷

আরও পড়ুন: আজ মেগা বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়! ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে বিশদ আলোচনায় আমন্ত্রিত সাংসদ থেকে জেলা সভাপতি

advertisement

স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুর দু’টো নাগাদ ফের একবার জয়শ্রী কারখানার সামনে পবন এবং তার দলবলের সঙ্গে বচসা শুরু হয় আকাশের৷ দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়৷ এর পরই ছুরি দিয়ে আকাশকে কোপাতে শুরু করে অভিযুক্ত পবন এবং তার সঙ্গীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ গুরুতর আহত ওই ছাত্রকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷ অভিযুক্ত পবন রাজভরকেও গ্রেফতার করা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুবীর দে,খরদহ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Titagarh murder: টিটাগড়ে কুপিয়ে খুনের ঘটনায় হাসপাতালে ভাঙচুর, কড়া পদক্ষেপ! খুনে অভিযুক্তদের তোলা হল আদালতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল