TRENDING:

 এ কী করছেন রেশন ডিলার? খাদ্য দফতরের আধিকারিকরা আচমকা এসে পড়তেই বেসামাল পরিস্থিতি! তার পর?  

Last Updated:

Ration Dealer: এবার কিছু রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনায়। ইতিমধ্যে এ নিয়ে প্রায় ১২০ জনকে শোকজ করা হয়েছে। যা নিয়ে জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: এবার কিছু রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনায়। ইতিমধ্যে এ নিয়ে প্রায় ১২০ জনকে শোকজ করা হয়েছে। যা নিয়ে জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
ই-পস যন্ত্র 
ই-পস যন্ত্র 
advertisement

ওই রেশন ডিলারদের বিরুদ্ধে ওজন মেশিনের সঙ্গে ই-পস যন্ত্র যুক্ত না করেই গ্রাহকদের খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর এই ধরণের অভিযোগ পেয়েই একাধিক জায়গায় খাদ্যবিভাগের আধিকারিকরা আচমকা পরিদর্শন করছেন।

ট্রেনে উঠতেন, ঘুমিয়ে পড়তেন, যখন নামতেন তখন ‘ধনী’ এই যাত্রী! GRP ধরতেই ফাঁস বিশেষ কৌশল!

টুয়েলভ পাশ মেয়েকে ৪০০০ টাকা দিয়েছিলেন মা, তা দিয়ে এমন কাজ করল সে…এখন রোজগার মাসে ১ লাখ টাকা!

advertisement

ঘটনায় কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে ওই ডিলারদের। জবাব সন্তোষজনক না হলে তাঁদের বিরুদ্ধে আরও বড় পদক্ষেপ করা হবে। নিয়ম অনুযায়ী, গ্রাহকদের রেশনের খাদ্যসামগ্রী দেওয়ার সময় ওজন মেশিনের সঙ্গে ই-পস যন্ত্র সংযুক্ত রাখা বাধ্যতামূলক।

একজন রেশন ডিলার সঠিক পরিমাণ চাল, ডাল ইত্যাদি সামগ্রী দিয়ে টাকা নিচ্ছেন কি না, সেটা ওই মেশিনে দেখা যায়। কিন্তু সেটা যুক্ত না করার ফলে আদৌ সংশ্লিষ্ট রেশন ডিলার পরিমাণমত সামগ্রী দিচ্ছেন কি না, তা বোঝা কঠিন হয়ে পড়েছিল।

advertisement

এরকম ডিলারের সংখ্যা আলিপুর মহকুমায় সেটা বেশি। সেজন্য এঁদের প্রত্যেককে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। সঠিক কারণ না দেখাতে পারলে রেশন ডিলারদের বরখাস্ত করা থেকে লাইসেন্স বাতিলের সম্ভাবনা রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
 এ কী করছেন রেশন ডিলার? খাদ্য দফতরের আধিকারিকরা আচমকা এসে পড়তেই বেসামাল পরিস্থিতি! তার পর?  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল