আরও পড়ুনঃ পরিবার নিয়ে বেরিয়েছিলেন বকখালির উদ্দেশ্যে, আর যাওয়া হল না! ঠাঁই হল হাসপাতালে
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার অভিভাবকেরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, স্কুলে যতদিন ওই প্রধান শিক্ষক থাকবেন ততদিন স্কুলে ছাত্র-ছাত্রী পাঠাবেন না তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনের সৌন্দর্য চাপা পড়ছে ‘আবর্জনায়’! যত্রতত্র প্লাস্টিক… ম্যানগ্রোভে ঘেরা প্রকৃতির একি হাল!
বুধবার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মারধরের জেরে আহত ছাত্রীকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছে বলে দাবি পরিবারের। এরপরেই বৃহস্পতিবার অভিভাবকরা স্কুলের বাইরে জড়ো হন। স্কুলের শিক্ষকদের ঘরে তালা বন্ধ করে দেন তাঁরা। তাঁদের দাবি, হয় স্কুলে ওই প্রধান শিক্ষক থাকবেন, আর না হয় পড়ুয়ারা। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।