TRENDING:

South 24 Parganas News: প্রকাশ্যে সোনারপুর কলেজে 'দাদার কীর্তি', মাথা টেপাচ্ছেন ছাত্রীকে দিয়ে, তোলপাড় কলেজে

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে, কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪-র ছাত্রনেতা প্রতীক কুমার দে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর মহাবিদ্যালয়ে ফের ‘দাদার কীর্তি’ ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে, কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর ৪৪-র ছাত্রনেতা প্রতীক কুমার দে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ। তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্র-পরিষদের কো-অর্ডিনেটর। তাঁকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। পাশাপাশি, প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব-কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন।
মাথা টেপাচ্ছেন ছাত্রী দিয়ে
মাথা টেপাচ্ছেন ছাত্রী দিয়ে
advertisement

প্রশ্ন উঠছে, বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কীভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান? বিরোধীদের দাবি, এই প্রভাব লাভলি মৈত্রের ‘আশীর্বাদে’। একসময় সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বলেন, “আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম। আজকের ঘটনা ফের প্রমাণ করল আমি ঠিক বলেছিলাম। এটি অত্যন্ত লজ্জার। দলীয় নেতৃত্বকে সব জানান হয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।” এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কলেজ কি ‘ছাত্ররাজনীতির আড়ালে’ ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে? দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে, সেদিকেই তাকিয়ে ছাত্রমহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুমন সাহা 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রকাশ্যে সোনারপুর কলেজে 'দাদার কীর্তি', মাথা টেপাচ্ছেন ছাত্রীকে দিয়ে, তোলপাড় কলেজে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল