জানা গিয়েছে, নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর বয়স মাত্র ১৫–১৬ বছর। পরিবারের অভিযোগ, গত ২০ তারিখ দুপুরে বাবা উপেন্দ্র ভরত মোবাইল ব্যবহারের জন্য ছেলেকে বকাঝকা করেন। এরপর উত্তেজনার বশে মারধরও করেন বলে জানা গিয়েছে। সেই রাতেই ঋত্বিক চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় বলে জানা গিয়েছে। রাত পেরিয়ে পরের দিনেও সে ফেরেনি। তারপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি।
advertisement
আরও পড়ুন : ধান কাটার মরশুমে বাঁকুড়ায় ঘুরছে দলছুট দাঁতাল, বিভিন্ন রেঞ্জে রয়েছে আরও শ’খানেক! কৃষকদের ঘুম নেই
পরিবার ও স্থানীয়রা চারদিকে খুঁজেও তার কোনও হদিস পাননি। তারপর অসহায় পরিবার খবর দেয় নরেন্দ্রপুর থানায়। ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। আশেপাশের এলাকা, ঘাট, রেলস্টেশন সব জায়গায় খোঁজ চলেছে। মোবাইল ফোন বন্ধ থাকায় এখন পর্যন্ত তার অবস্থান জানা যায়নি।
আরও পড়ুন : কড়া নজরদারির মধ্যে সীমান্ত সফর, হাকিমপুরে রাজ্যপাল বোস! পৌঁছেই নিরাপত্তা নিয়ে আলোচনা
এই ঘটনার পর থেকেই পরিবার আশঙ্কায় ভুগছে। ছেলে কোথায় গেল, পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ করেছে কিনা, সেই বিষয়েও খোঁজখবর নেওয়া হয়েছে। একইসঙ্গে ছেলে আবেগের বশে কোনও ভুল পদক্ষেপ করেছে কিনা সেই বিষয়টিও চিন্তায় রেখেছে পরিবারকে। স্থানীয়দের মতে, পড়াশোনার চাপ ও মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। পরিবার এখন শুধু ছেলের নিরাপদ ফিরেই অপেক্ষা করছে।
