ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি জহির উদ্দিন ফকিরের। তিন মাস আগে দর্জির কাজ করতে ওই এলাকার ১৫-১৭ জন ভিনরাজ্যে যান। প্রথমে সব ঠিকঠাকই ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে তাঁরা কারখানার বাইরে বেরতে পারছেন না বলে অভিযোগ। রাস্তায় বা দোকানে বাংলায় কথা বললেই পুলিশে খবর দেওয়া হচ্ছে। পাশাপাশি মারধর করা হচ্ছে বলেও অভিযোগ। বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে, এমনকি জরিমানাও দিতে হচ্ছে বলে দাবি জহির উদ্দিন ফকিরের পরিবারের।
advertisement
আরও পড়ুনঃ প্রতিবেশীর ‘লালসা’র শিকার নাবালিকা! দিনের পর দিন অত্যাচার, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ
বাংলা কথা বলার জন্য সেখানে ধরে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হচ্ছে বলে দাবি। অভিযোগ, কয়েকদিন আগে কারখানা থেকে এক কিলোমিটার দূরে বাজার করতে গিয়ে বাংলায় কথা বলায় পুলিশ এসে বাংলাভাষী কয়েকজনকে ধরে নিয়ে চলে যায়। এই আবহে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন জহির উদ্দিন ফকির। বাড়ি ফিরতে চান বলে বাবাকে জানান।
পরিবারের দাবি, যেমন করে হোক ছেলেকে ফিরিয়ে আনা হোক। কিন্তু অভিযোগ, তাঁর কাছ থেকে সব ডকুমেন্ট কেড়ে নেওয়া হয়েছে। আরও অভিযোগ, কয়েক মাস কাজ করলেও তাঁর টাকা দেওয়া হচ্ছে না। বিভিন্ন সমাজমাধ্যমে বাংলা কথা বলায় অত্যাচারের ভিডিও দেখে আশঙ্কায় রয়েছেন জহির উদ্দিন ফকিরের পরিবার। ছেলে কীভাবে বাড়ি ফিরবে? এই নিয়ে দুশ্চিন্তায় বিষ্ণুপুরের এই দরিদ্র পরিবারের বাবা-মা।