TRENDING:

বাংলায় কথা বললেই...! ভিনরাজ্যে হেনস্থা, থাকতে পারছে না ছেলে, আশঙ্কায় দিন কাটাচ্ছে বাঙালি পরিবার

Last Updated:

গত কয়েক সপ্তাহে কারখানার বাইরে বেরতে পারছেন না বলে অভিযোগ। রাস্তায় বা দোকানে বাংলায় কথা বললেই পুলিশে খবর দেওয়া হচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ ভিনরাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে সরগরম রাজ্য। ইতিমধ্যেই এমন একাধিক ঘটনা সামনে এসেছে। এই অবস্থায় নাগপুরে কাজে যাওয়া জহির উদ্দিন ফকিরকে নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার।
আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার
আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার
advertisement

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বাড়ি জহির উদ্দিন ফকিরের। তিন মাস আগে দর্জির কাজ করতে ওই এলাকার ১৫-১৭ জন ভিনরাজ্যে যান। প্রথমে সব ঠিকঠাকই ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে তাঁরা কারখানার বাইরে বেরতে পারছেন না বলে অভিযোগ। রাস্তায় বা দোকানে বাংলায় কথা বললেই পুলিশে খবর দেওয়া হচ্ছে। পাশাপাশি মারধর করা হচ্ছে বলেও অভিযোগ। বাংলায় কথা বললে হেনস্থা করা হচ্ছে, এমনকি জরিমানাও দিতে হচ্ছে বলে দাবি জহির উদ্দিন ফকিরের পরিবারের।

advertisement

আরও পড়ুনঃ প্রতিবেশীর ‘লালসা’র শিকার নাবালিকা! দিনের পর দিন অত্যাচার, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

বাংলা কথা বলার জন্য সেখানে ধরে ৫০ হাজার টাকা জরিমানাও দিতে হচ্ছে বলে দাবি। অভিযোগ, কয়েকদিন আগে কারখানা থেকে এক কিলোমিটার দূরে বাজার করতে গিয়ে বাংলায় কথা বলায় পুলিশ এসে বাংলাভাষী কয়েকজনকে ধরে নিয়ে চলে যায়। এই আবহে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন জহির উদ্দিন ফকির। বাড়ি ফিরতে চান বলে বাবাকে জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিবারের দাবি, যেমন করে হোক ছেলেকে ফিরিয়ে আনা হোক। কিন্তু অভিযোগ, তাঁর কাছ থেকে সব ডকুমেন্ট কেড়ে নেওয়া হয়েছে। আরও অভিযোগ, কয়েক মাস কাজ করলেও তাঁর টাকা দেওয়া হচ্ছে না। বিভিন্ন সমাজমাধ্যমে বাংলা কথা বলায় অত্যাচারের ভিডিও দেখে আশঙ্কায় রয়েছেন জহির উদ্দিন ফকিরের পরিবার। ছেলে কীভাবে বাড়ি ফিরবে? এই নিয়ে দুশ্চিন্তায় বিষ্ণুপুরের এই দরিদ্র পরিবারের বাবা-মা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলায় কথা বললেই...! ভিনরাজ্যে হেনস্থা, থাকতে পারছে না ছেলে, আশঙ্কায় দিন কাটাচ্ছে বাঙালি পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল