রবিবার আমতলা রোডের টংতলা এলাকায় গাড়িটি আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির পিছনে মালপত্র রাখার জায়গা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িতে চালক সহ মোট পাঁচজন ছিলেন। তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। পাঁচটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ স্যুট-বুট পরে চারচাকা গাড়ি নিয়ে চুরি! হাওয়া হয়ে যাচ্ছে…! কোন্নগরে তাজ্জব কাণ্ড
advertisement
পুলিশ জানিয়েছে, এনারা প্রত্যেকেই বারুইপুর এলাকার বাসিন্দা। ওড়িশার বেহরামপুর থেকে ওই গাঁজা নিয়ে গাড়িতে করে তাঁরা এলাকায় আসছিল। কী উদ্দেশ্যে এত গাঁজা নিয়ে আসা হচ্ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ।
ডাক্তারের স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়ি করে গাঁজা পাচারের চেষ্টা। পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেল। গাড়িটি আটকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা। গাড়িতে থাকা চালক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গেই কিছু নগদ ও পাঁচটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।