পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশের প্রস্তুতি চলছে। এদিকে নাবালিকার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হবে বলে খবর।
আরও পড়ুনঃ খেলা দেখাচ্ছে নিম্নচাপ, সকাল থেকে বৃষ্টি! সামনে অমাবস্যা, ভয়ে কাঁপছে উপকূল এলাকা
advertisement
অভিযোগ উঠেছে, প্রতিবেশী হাবিবুল্লাহ দিনের পর দিন ওই নাবালিকার উপর শারীরিক নির্যাতন করতেন। ধৃতের স্ত্রী অসুস্থ হওয়ায় গৃহস্থালির কাজে সাহায্য করতে নাবালিকা তাঁর বাড়ি যেতেন। সেই সুযোগেই শারীরিক অত্যাচার চালানো হত বলে অভিযোগ। নির্যাতিতা বিষয়টি তাঁর মাসিকে জানায়। এরপর পরিবারের তরফ থেকে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ধৃতের দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।