প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা একেবারে বেহাল। স্থানীয়দের দাবি প্রায় ১৮ বছরের উপর এই রাস্তা বেহাল। মাঝে ইটের রাস্তা বেহাল হয়ে পড়ে। একাধিকবার এই রাস্তা সারানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও এই রাস্তা সারানোর কাজ শুরু হয়নি। যার ফলে গ্রামবাসীরা খুবই ক্ষুব্ধ।গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রতিদিন কয়েক হাজার মানুষ ব্যবহার করেন।

আরও পড়ুন: কান্দিতে গৃহবধূর রহস্যমৃত্যু, দলিল আর সোনা নিয়ে চম্পট দিল দত্তক সন্তান! গভীর ষড়যন্ত্রের অভিযোগ

advertisement

খারাপ রাস্তার কারণে বড় গাড়ি সহজে যেতে চায় না রাস্তা দিয়ে। স্থানীয়দের অভিযোগ রাস্তা তো সারানো হয় না একেবারেই। কিন্তু বারবার দেওয়া হয় আশ্বাস। ফলে বর্ষার সময় জল জমে সেগুলি ডোবার আকার নেয়। রাস্তায় গাড়ি চালানোর সময় বোঝা যায়না রাস্তার কোন অংশ দিয়ে গাড়ি চালাতে হবে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সন্ধ্যার পর গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে যায় বললেই চলে। খুব দরকার ছাড়া সন্ধ্যার পর বের হননা কেউই। অসুস্থ রোগীদের আরও অসুবিধা হয়। গ্রামবাসীরা জানিয়েছেন, এই ঘটনাটি গ্রামবাসীদের মনে খুবই প্রভাব ফেলেছে। কিছুদিন আগে রাস্তা সংস্কার করা হবে বলে রাস্তা তুলে দেওয়া হলে আরও খারাপ হয়ে পড়ে রাস্তা। কিন্তু আর সারানো হয়নি।

advertisement