কিন্তু বাড়িতে রান্না করার সময় আচমকা গ্যাস পাইপ লিক করে আগুন ধরে যায়। স্ত্রীর গায়ে আগুন লেগে যাওয়া দেখতে পেয়ে ছুটে আসেন ওই মহিলার স্বামী। রামপ্রসাদ মন্ডল নামের ওই ব্যক্তি স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেও অগ্নিদগ্ধ হন। আগুন লেগে যাওয়ার ফলে দুজনের চিৎকার করছিলেন সাহায্যের জন্য।
আরও পড়ুন : চোখের পলকে রাস্তায় মিলিয়ে যাচ্ছে যুবক! কাঁধে জাতীয় পতাকা, স্কেটিং করে ভারত চষে ফেলার টার্গেট
advertisement
আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষজন। এরপর তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে দুজনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছে। অগ্নিদগ্ধ দম্পতির দিকে নজর রয়েছে চিকিৎসকদের। পাশাপাশি এই ঘটনায় উদ্বেগে রয়েছেন তাদের পরিবারের সদস্যরা।
আরও পড়ুন : স্কুল পড়ুয়াদের ‘মাস্টারমুভ’, নিখুঁত চাল দেখে থ আয়োজকরা! আদ্রায় দাবার আসরে কিস্তিমাত খুদে প্রতিযোগীদের
এই ঘটনা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে এলাকায়। রান্না করতে যেভাবে বিপদ হয়েছে, তাতে অনেকে আতঙ্কিত। পাশাপাশি, স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী যেভাবে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, তা দেখে স্থানীয় সব মানুষ বাহবা দিচ্ছেন। সকলেই চাইছেন ওই দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।
