TRENDING:

দিনেদুপুরে ব্যাঙ্কের মধ্যে ছিনতাইয়ের চেষ্টা! গ্রাহকদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়লেন ছিনতাইবাজ

Last Updated:

কাউন্টারের সামনে টাকা নিয়ে দাঁড়িয়ে ছিলেন মহিলা, ছিনতাইবাজ সেই টাকা ছিনিয়ে পালানোর চেষ্টা করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাউথ গড়িয়া, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে টাকা ছিনতাইয়ের চেষ্টা। হাতেনাতে ধরা পড়লেন ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে সাউথ গড়িয়া এলাকার একটি ব্যাঙ্কে। ইতিমধ্যেই ছিনতাইবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
ছিনতাইবাজকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি
ছিনতাইবাজকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি
advertisement

এদিন সাউথ গড়িয়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা জমা করতে গিয়েছিলেন সাউথ গড়িয়া নিবাসী মধুছন্দা দাস নামে এক মহিলা। তিনি ১২,০০০ টাকা নিয়ে কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ই বাইরে থেকে ওই ছিনতাইবাজ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে থাকা অন্যান্য গ্রাহকরা তাঁকে ধরে ফেলে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ দেশের সুরক্ষায় ব্যস্ত সেনা জওয়ান! বাড়ি ফাঁকা পেয়ে সাফ করে দিল চোরের দল

ঘটনাস্থলে হাজির হয় বারুইপুর থানার পুলিশ। ওই ছিনতাইবাজকে গ্রেফতার করে তাঁরা। ধৃত মহম্মদ রাজু সুভাষগ্রামের বাসিন্দা। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
দীপান্বিতা অমাবস্যায় বর্গভীমা হয়ে ওঠেন রাজরাজেশ্বরী! ভোর থেকে শুরু হয় বিশেষ পুজোপাঠ
আরও দেখুন

প্রসঙ্গত, চুরি, ছিনতাইয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিন সাউথ গড়িয়া অঞ্চলে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন এক ব্যক্তি। ব্যাঙ্কে থাকা অন্যান্য গ্রাহকদের তৎপরতায় ছিনতাইবাজ ধরা পড়েছেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিনেদুপুরে ব্যাঙ্কের মধ্যে ছিনতাইয়ের চেষ্টা! গ্রাহকদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়লেন ছিনতাইবাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল