এদিন সাউথ গড়িয়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা জমা করতে গিয়েছিলেন সাউথ গড়িয়া নিবাসী মধুছন্দা দাস নামে এক মহিলা। তিনি ১২,০০০ টাকা নিয়ে কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময়ই বাইরে থেকে ওই ছিনতাইবাজ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে থাকা অন্যান্য গ্রাহকরা তাঁকে ধরে ফেলে। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ দেশের সুরক্ষায় ব্যস্ত সেনা জওয়ান! বাড়ি ফাঁকা পেয়ে সাফ করে দিল চোরের দল
ঘটনাস্থলে হাজির হয় বারুইপুর থানার পুলিশ। ওই ছিনতাইবাজকে গ্রেফতার করে তাঁরা। ধৃত মহম্মদ রাজু সুভাষগ্রামের বাসিন্দা। ধৃতকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
প্রসঙ্গত, চুরি, ছিনতাইয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিন সাউথ গড়িয়া অঞ্চলে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন এক ব্যক্তি। ব্যাঙ্কে থাকা অন্যান্য গ্রাহকদের তৎপরতায় ছিনতাইবাজ ধরা পড়েছেন। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।