TRENDING:

বিদেশি অস্ত্র নিয়ে ঘুটিয়ারি শরিফে দুষ্কৃতী দলের হানা! কী মতলবে? পুলিশ খবর পেতেই ভেস্তে গেল সব চক্রান্ত

Last Updated:

প্রায় কুড়ি জন দুষ্কৃতী ঘুটিয়ারি শরিফ হাসপাতালের কাছে একটি সড়কে জড়ো হয়ে ঘোরাঘুরি করছে অস্ত্র নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জীবন তলা, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাসঃ দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের আবারও বড় সাফল্য। সোমবার গভীর রাতে জীবনতলা থানার অধীনে ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির এসআই সুকুমার রুইদাস একটি গোপন সূত্রে তথ্য পান, প্রায় কুড়ি জন দুষ্কৃতী ঘুটিয়ারি শরিফ হাসপাতালের কাছে একটি সড়কে জড়ো হয়েছে।
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ৫ দুষ্কৃতী গ্রেফতার
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ৫ দুষ্কৃতী গ্রেফতার
advertisement

জীবনতলার কিছু দুষ্কৃতী উদ্দেশ্যহীন ভাবে সেখানে ঘোরাঘুরি করছে অস্ত্র নিয়ে। এরপরেই গোপন অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পাঁচ জনকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতরা হল – হাবিব লস্কর (২৪), সোহেল মোল্লা (১৫), আকবর মোল্লা (১৯), সহিদ এসকে (২৯) এবং আরমান আলম (১৯)।

আরও পড়ুনঃ বেহাল রাস্তায় পিছলে পড়ছে বাইক থেকে মানুষ! ভুলেও জয়নগরের ‘এই’ পথ মাড়াবেন না

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি স্বয়ংক্রিয় ৭ মিমি ফায়ার আর্মস। যা মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। প্রায় ৭ ইঞ্চি পরিমাপের আয়রন এবং কাঠের বাট, ট্রিগার গার্ড, ব্যারেল ইত্যাদি। এছাড়াও উদ্ধার হয়েছে একটি ভিভো মোবাইল, রাউন্ড ৭ মিমি লাইভ অ্যামিউনিশন, একটি কালো রঙের OPPO মোবাইল, একটি লোহার রড। ধৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে U/S 310(4)/310 এবং 310বি আইন (5) বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিদেশি অস্ত্র নিয়ে ঘুটিয়ারি শরিফে দুষ্কৃতী দলের হানা! কী মতলবে? পুলিশ খবর পেতেই ভেস্তে গেল সব চক্রান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল