নবমীর রাতে এমন ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর জামতলা রোডের কয়লা মোড় এলাকায়। দুর্ঘটনায় মৃত গৃহবধূর নাম দেবী মণ্ডল। তার এমন মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ! দশমীর সকাল থেকেই খেলা শুরু! কী হবে দক্ষিণবঙ্গে? এল আবহাওয়ার মেগা আপডেট
advertisement
জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনার জ্বালাবেরিয়া এলাকা থেকে জামতলায় ঠাকুর দেখতে আসছিলেন স্বামীর বাইকে চড়ে। এমন সময় টয়লেট মোড় এলাকায় পেট্রোল পাম্পে জ্বালানি ভরার জন্য যান ওই গৃহবধূর স্বামী। তখনই রাস্তার উপর দাঁড়িয়ে থাকা দেবী মণ্ডলকে একটি গাড়ি এসে ধাক্কা মারে।
আরও পড়ুন: টোটোকে বাঁচাতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! চারচাকা গাড়ির সঙ্গে যা ঘটল টাকি রোডে, জানুন
এমন দুর্ঘটনার পর দ্রুত ওই গৃহবধূকে উদ্ধার করে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি তাকে। হাসপাতালের চিকিৎসকরা গৃহবধূকে দেখে তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার ওই গৃহবধূর ময়নাতদন্ত হবে বলেই জানা যাচ্ছে।