TRENDING:

South 24 Parganas News: সমস্ত রেকর্ড ভাঙল সাগরের রান্নাঘর, লাভ লক্ষাধিক টাক

Last Updated:

এবার সমস্ত রেকর্ড ভাঙল সাগরের রান্নাঘর। বাইরের রাজ‍্যের পূণ‍্যার্থীদের কথা মাথায় রেখে দক্ষিণ জেলা প্রশাসনের উদ‍্যোগে তৈরি হয়েছিল এই রান্নাঘর। সেই রান্নাঘর থেকে কয়েক লক্ষ টাকা লাভ হয়েছে বলে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গাসাগর: মকর সংক্রান্তির পূণ্যস্নান ও গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে এবার সাগরে আছড়ে পড়েছিল জনসমুদ্র। বাংলা তথা অন্যান্য রাজ্য থেকে আগত পূণ্যার্থীদের চাপে তিল ধারণের জায়গা ছিল না। ভিড়ের কারণেই এবার সমস্ত রেকর্ড ভাঙল সাগরের রান্নাঘর। বাইরের রাজ‍্যের পূণ‍্যার্থীদের কথা মাথায় রেখে দক্ষিণ জেলা প্রশাসনের উদ‍্যোগে তৈরি হয়েছিল এই রান্নাঘর। সেই রান্নাঘর থেকে কয়েক লক্ষ টাকা লাভ হয়েছে বলে খবর।
advertisement

এর আগে সাগরে বাইরের রাজ‍্যের পূণ‍্যার্থীদের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল ফুড কোর্ট। সেই ফুড কোর্টে ছিল ইডলি, ধোসা থেকে শুরু করে সমস্ত অবাঙালি খাবারের সন্ধান। সাগর ব্লক প্রশাসন ও পঞ্চয়েত সমিতির যৌথ উদ‍্যোগে এই ফুড কোর্টটি খোলা হয়েছিল।এবছর অবাঙালি পূণ‍্যার্থীদের কথা মাথায় রেখে রান্নাঘরে ইডলি, ধোসার সঙ্গে ছিল বাঙালির পিঠে পুলি। যা মেলায় আগত পূণ‍্যার্থীরা বিপুল পরিমাণে গ্রহণ করেছেন।

advertisement

এই ফুড কোর্টটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করছেন। সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একটি দল সাগরে এই রান্নাঘরের দায়িত্ব পেয়েছিলেন। বারুইপুর থেকে তারা প্রশিক্ষণ নেন এই কাজে। ১১ জন মহিলা এই রান্নাঘরে সক্রিয় কর্মী হিসাবে কাজ করেছেন। রান্নাঘরের এক মহিলা কর্মচারী জানান এই রান্নাঘরে ফুড আইটেম হিসাবে ছিল ইডলি, ধোসা, ধোকলা, মোমো সহ অন‍্যান‍্য খাদ‍্য সামগ্রী। একদিনে সর্বোচ্চ প্রায় ৩০ হাজার টাকার খাদ‍্যসামগ্রী বিক্রি করে তাঁরা রেকর্ড তৈরি করেছেন।

advertisement

আরও পড়ুনঃ এমন 'প্রতিদ্বন্দ্বি বন্ধু' যেন সবার থাকে, মেসি-রোনাল্ডো প্রেমে আবেগে ভাসল ফুটবল বিশ্ব

এই রান্নাঘর যথেষ্ট উচ্ছসিত সাগরের বিডিও সুদীপ্ত মন্ডল। এ নিয়ে তিনি জানান গঙ্গাসাগর এখন সর্বভারতীয় পূন‍্যক্ষেত্র। কুম্ভমেলার পর যার স্থান। সেজন‍্য এই মিলনক্ষেত্রে ভারতের বিভিন্ন রাজ‍্য থেকে মানুষজন আসেন। তাদের যাতে খাবার নিয়ে কোনো অসুবিধা না হয় সেজন‍্য এই রান্নাঘর খোলা হয়েছিল। যা ভালো সাড়া ফেলেছিল এবছর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সমস্ত রেকর্ড ভাঙল সাগরের রান্নাঘর, লাভ লক্ষাধিক টাক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল