TRENDING:

Father In Law-Daughter In Law: ছেলে ভিনরাজ্যে,অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বউমার কাছে টাকা চাইতেই সর্বনাশ, বৃদ্ধ শ্বশুরের পরিণতিতে গায়ে কাঁটা দেবে

Last Updated:

স্ত্রী অসুস্থ, ছেলে বাইরে, বাধ্য হয়েই বউমার কাছে স্ত্রীর চিকিৎসার খরচ চেয়েছিলেন বৃদ্ধ,অসহায় শ্বশুর। এই 'অপরাধ' -এই শ্বশুরকে নির্মমভাবে মারধরের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলতলি: স্ত্রী অসুস্থ, ছেলে বাইরে, বাধ্য হয়েই বউমার কাছে স্ত্রীর চিকিৎসার খরচ চেয়েছিলেন বৃদ্ধ,অসহায় শ্বশুর। এই ‘অপরাধ’ -এই শ্বশুরকে নির্মমভাবে মারধরের অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার সোনাটিকারী ৮ নম্বর অঞ্চলে। গুরুতর আহত অবস্থায় ৭৫ বছর বয়সি সন্ন্যাসী বাগকে ভর্তি করতে হয় কুলতলি ব্লক হাসপাতালে।
Representative ImageImage Generated By AI
Representative ImageImage Generated By AI
advertisement

পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্জাতিত। পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ন্যাসী বাগের স্ত্রী আঙুরবালা দাস দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য টাকা দরকার ছিল। কিন্তু তাঁদের ছেলে শশধর বাগ ভিনরাজ্যে কাজ করেন। তাঁর পাঠানো টাকা পুত্রবধূ কাজল বাগের হাতেই থাকে। সেই টাকা থেকেই শাশুড়ির চিকিৎসার জন্য টাকা চাইতে ক্ষেপে হয়ে ওঠে কাজল।

advertisement

অভিযোগ, প্রথমে বচসা শুরু হলেও পরে তা হাতাহাতিতে পৌঁছায়। সন্ন্যাসী বাগের অভিযোগ, শুধু পুত্রবধূ নয়, তার বাপেরবাড়ি থেকেও লোক ডেকে এনে তাঁকে মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয়, ইট দিয়ে পায়ে আঘাত করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় শ্বশুরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃদ্ধের পরিবার ও প্রতিবেশীরা গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই কুলতলি থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Father In Law-Daughter In Law: ছেলে ভিনরাজ্যে,অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বউমার কাছে টাকা চাইতেই সর্বনাশ, বৃদ্ধ শ্বশুরের পরিণতিতে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল