পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে একটি স্কুটিতে করে দাদা ও বৌদির সঙ্গে সঙ্গীতা যাচ্ছিলেন। ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় ওই স্কুলের সামনে একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে ঘটল অঘটন। স্কুটির পিছনে বসে থাকা সঙ্গীতা নিয়ন্ত্রণ রাখতে না পেরে আচমকাই স্কুটি থেকে পড়ে যান।
advertisement
সেই সময় পিছন থেকে আসছিল একটি বাস। তরুণী উঠে দাঁড়ানোর আগেই কাকদ্বীপের দিকে আসা বেসরকারি বাস তাকে পিষে দিয়ে চলে যায়। তৎক্ষণাৎ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সঙ্গীতাকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা বছর ১৯-এর তরুণীকে মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 26, 2025 1:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: দাদার স্কুটি থেকে পড়ে যেতেই বোনকে পিষে দিল বাস! র*ক্তে মাখামাখি জাতীয় সড়ক, কাকদ্বীপে মর্মান্তিক দুর্ঘটনা
