TRENDING:

South 24 Parganas News: গভীর রাতে বারুইপুর বাইপাসে দুর্ঘটনা! লরির সজোরে ধাক্কায় ডিগবাজি খেয়ে পুকুরে ছোটা হাতি, পলাতক মদ্যপ চালক

Last Updated:

South 24 Parganas News: মঙ্গলবার গভীর রাতে বারুইপুর বাইপাসে দুর্ঘটনা। ছোটা হাতি গাড়িকে সজোরে ধাক্কা দিল লরি। রাস্তার পাশে পুকুরে গিয়ে পড়ল ছোটা হাতি। উলটে গেল লরি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: বারুইপুর বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ছোটা হাতি গাড়িকে সজোরে ধাক্কা। উলটে গেল লরি। ছোটা হাতি গিয়ে পড়ল রাস্তার পাশের একটি পুকুরে। ঘটনায় লরির চালক পলাতক। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর বাইপাসে।
বারুইপুর বাইপাসে দুর্ঘটনা
বারুইপুর বাইপাসে দুর্ঘটনা
advertisement

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বারুইপুর মালঞ্চ বাইপাসের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ছোটা হাতি। কলকাতার দিক থেকে একটি লরি মথুরাপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে দ্রুতগতিতে আসছিল। আর সেই সময়ে ছোট চার চাকার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে লরি। ধাক্কার তীব্রতায় ছোটা হাতি গাড়িটি সোজা গিয়ে বাইপাসের পাশে একটি পুকুরে পড়ে যায়। এবং ওই লরিটি ধাক্কা মেরে উলটে যায়।

advertisement

আরও পড়ুনঃ বিএলআরও অফিসে ঢুকে অস্থায়ী কর্মীকে ধারালো অস্ত্রের কোপ! রক্তে ভাসল মেঝে, হাড়হিম করা কাণ্ড মেদিনীপুরে

এই ঘটনায় কারুর আহত বা হতাহতর কোন খবর পাওয়া যায়নি। লরি চালক ঘটনাস্থল ছেড়ে পালান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনাপুর ট্রাফিক গার্ডের ওসি-সহ সোনারপুর থানার পুলিশ।

advertisement

আরও পড়ুনঃ নেপালে কাজে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা! লরিতে সজোরে ধাক্কা, শ্রমিক বোঝাই গাড়ি উলটে মৃত ১, আহত শিশু-সহ আরও ৭

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ৩০ টাকায় এক হাত লম্বা 'এগরোল'...! কোথায় পাওয়া যাচ্ছে জানেন? বিরাট চমক
আরও দেখুন

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লরি চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আর তার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে।ছোট হাতি গাড়িটিকে তুলতে ক্রেন নিয়ে আসা হয়। ক্রেন দিয়ে পুকুর থেকে তোলা হয় গাড়ি। ছোটা হাতি এবং লরি দুটি গাড়িকেই নিয়ে যাওয়া হয়েছে থানায়। পলাতক লরি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: গভীর রাতে বারুইপুর বাইপাসে দুর্ঘটনা! লরির সজোরে ধাক্কায় ডিগবাজি খেয়ে পুকুরে ছোটা হাতি, পলাতক মদ্যপ চালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল