প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বারুইপুর মালঞ্চ বাইপাসের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি ছোটা হাতি। কলকাতার দিক থেকে একটি লরি মথুরাপুরের দিকে যাওয়ার উদ্দেশ্যে দ্রুতগতিতে আসছিল। আর সেই সময়ে ছোট চার চাকার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে লরি। ধাক্কার তীব্রতায় ছোটা হাতি গাড়িটি সোজা গিয়ে বাইপাসের পাশে একটি পুকুরে পড়ে যায়। এবং ওই লরিটি ধাক্কা মেরে উলটে যায়।
advertisement
আরও পড়ুনঃ বিএলআরও অফিসে ঢুকে অস্থায়ী কর্মীকে ধারালো অস্ত্রের কোপ! রক্তে ভাসল মেঝে, হাড়হিম করা কাণ্ড মেদিনীপুরে
এই ঘটনায় কারুর আহত বা হতাহতর কোন খবর পাওয়া যায়নি। লরি চালক ঘটনাস্থল ছেড়ে পালান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনাপুর ট্রাফিক গার্ডের ওসি-সহ সোনারপুর থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, লরি চালক মদ্যপ অবস্থায় ছিলেন। আর তার ফলেই এমন দুর্ঘটনা ঘটেছে।ছোট হাতি গাড়িটিকে তুলতে ক্রেন নিয়ে আসা হয়। ক্রেন দিয়ে পুকুর থেকে তোলা হয় গাড়ি। ছোটা হাতি এবং লরি দুটি গাড়িকেই নিয়ে যাওয়া হয়েছে থানায়। পলাতক লরি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
