বাঘের পায়ের ছাপ দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে পাথর প্রতিমার উপেন্দ্রনগর এলাকায়। ঘটনার সূত্রপাত ২ দিন আগে। সকাল-সকাল ঠাকুরান নদীর চর লাগোয়া জঙ্গলের পাশের ধানক্ষেতে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। তার পরেই আতঙ্ক ছড়ায় দাবানলের মতো। ইতিমধ্যে, বন দফতর নিশ্চিত করেছে, ছাপটি বাঘেরই। আপাতত, জঙ্গল লাগোয়া এলাকায় কোনও গ্রামবাসীকে যেতে দেওয়া হচ্ছে না। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। এদিন প্রথমে এক মৎস্যজীবী মাছ ধরার সময় ঠাকুরান নদীর চর লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপটি দেখতে পান। এরপরই তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। তাঁরাও নদীর চরে গিয়ে বাঘের পায়ের ছাপটি দেখেন। পরে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই জঙ্গলে তল্লাশি চালান। কিন্তু এদিন কোনও বাঘের সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকে ফের জঙ্গলে তল্লাশি শুরু হয়েছে । বাঘ যাতে জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসতে না পারে, তার জন্য নদীর বাঁধ বরাবর নাইলনের জাল ঘিরে দেওয়া হয়েছে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।
বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ
