TRENDING:

Tiger Panic: দু’দিন কেটে গেলেও এখনও অধরা,বাঘের ভয়ে কাঁপছে পাথরপ্রতিমা, নদীর বাঁধ বরাবর জাল, ঘটনাস্থলে বন দফতর

Last Updated:

South 24 Pargana Tiger Panic: পাথরপ্রতিমায় বাঘের ভয়,পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত বন দফতর। দু’দিন কেটে গেলেও বাঘ ধরা যায়নি। গ্রামের পাশের জঙ্গলেই ঘুরছে বাঘ। বাসিন্দাদের সতর্ক করতে চলছে মাইকিং। বাঘ আটকাতে নদীর বাঁধ বরাবর জাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: পাথরপ্রতিমায় বাঘের ভয়,পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত বন দফতর। দু’দিন কেটে গেলেও বাঘ ধরা যায়নি। গ্রামের পাশের জঙ্গলেই ঘুরছে বাঘ। বাসিন্দাদের সতর্ক করতে চলছে মাইকিং। বাঘ আটকাতে নদীর বাঁধ বরাবর জাল ।
পাথরপ্রতিমায় বাঘের ভয়,পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত বন দফতর
পাথরপ্রতিমায় বাঘের ভয়,পায়ের ছাপ বাঘেরই নিশ্চিত বন দফতর
advertisement

বাঘের পায়ের ছাপ দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে পাথর প্রতিমার উপেন্দ্রনগর এলাকায়। ঘটনার সূত্রপাত ২ দিন আগে। সকাল-সকাল ঠাকুরান নদীর চর লাগোয়া জঙ্গলের পাশের ধানক্ষেতে বাঘের পায়ের বেশ কয়েকটি ছাপ দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা। তার পরেই আতঙ্ক ছড়ায় দাবানলের মতো। ইতিমধ্যে, বন দফতর নিশ্চিত করেছে, ছাপটি বাঘেরই। আপাতত, জঙ্গল লাগোয়া এলাকায় কোনও গ্রামবাসীকে যেতে দেওয়া হচ্ছে না। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। এদিন প্রথমে এক মৎস্যজীবী মাছ ধরার সময় ঠাকুরান নদীর চর লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপটি দেখতে পান। এরপরই তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। তাঁরাও নদীর চরে গিয়ে বাঘের পায়ের ছাপটি দেখেন। পরে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই জঙ্গলে তল্লাশি চালান। কিন্তু এদিন কোনও বাঘের সন্ধান পাওয়া যায়নি।

advertisement

মঙ্গলবার সকাল থেকে ফের জঙ্গলে তল্লাশি শুরু হয়েছে । বাঘ যাতে জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে আসতে না পারে, তার জন্য নদীর বাঁধ বরাবর নাইলনের জাল ঘিরে দেওয়া হয়েছে। বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
১০০ বছরের ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে ভারতীয় রেল, জানেন কি ইংরেজ আমলে শুরু হয়েছিল রেলওয়ে মেল
আরও দেখুন

বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger Panic: দু’দিন কেটে গেলেও এখনও অধরা,বাঘের ভয়ে কাঁপছে পাথরপ্রতিমা, নদীর বাঁধ বরাবর জাল, ঘটনাস্থলে বন দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল