TRENDING:

South 24 Parganas News: ফের জলসীমা লঙ্ঘনের অভিযোগ! আটক ২৬ বাংলাদেশের মৎস্যজীবী-সহ ট্রলার

Last Updated:

আবার ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গতরাতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ২৮ জন মৎস্যজীবী সহ একটি বাংলাদেশী ট্রলারকে আটক করে। আজ তাঁদের নিয়ে আসা হয় নারায়ন পুর মৎস্যবন্দরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: আবারও ভারতীয় জল সীমানা লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশের মৎস্যজীবীদের বিরুদ্ধে। ভারতের উপকূল রক্ষী বাহিনী বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় একটি সন্দেহভাজন ট্রলার লক্ষ্য করে এবং সেই ট্রলারটিকে আটক করে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, ২৬ জন মৎস্যজীবী-সহ এই ট্রলারটি বাংলাদেশের। ভারতীয় জলসীমানা অতিক্রম করে বঙ্গোপসাগরে মৎস্য শিকার করছিল এই মৎস্যজীবীরা।
নারায়ন পুর মৎস্যবন্দরে
নারায়ন পুর মৎস্যবন্দরে
advertisement

এরপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ২৬ জন মৎস্যজীবী-সহ ওই ট্রলারটিকে আটক করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার ভারতীয় জলসীমানার লঙ্ঘন করার অভিযোগে ২৯ জন মৎস্যজীবী-সহ একটি বাংলাদেশি ট্রলার আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।

গতকালের পর সোমবার আবারও ভারতীয় জলসীমানা লংঘন করার অভিযোগে বাংলাদেশী একটি ট্রলার ২৬ জন মৎস্যজীবী-সহ আটক হয় উপকূল রক্ষী বাহিনীর হাতে। গতকাল ২৯ জন মৎস্যজীবীকে সোমবার দুপুরে কাকদ্বীপ মহাকুমার আদালতে পেশ করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে। দু’দিনে বাংলাদেশের প্রায় ৫৫ জন মৎস্যজীবী-সহ দুটি ট্রলার আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।

advertisement

আরও পড়ুন: ঘুম ভাঙলেই চোখের কোনে জমে প্রচুর পিচুটি! কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত পিচুটি হয় জানুন, কোনও রোগের লক্ষণ নয় তো!

এ বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, গতকাল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আমিনা নামে একটি বাংলাদেশের ট্রলার আটক করে। ওই ট্রলারে থাকা ২৯ জন মৎস্যজীবীকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। এদিন সকালে মায়ের দয়া নামের একটি বাংলাদেশী ট্রলার আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এফবি মায়ের দোয়ায় ছিল ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী। ২৬ জন মৎস্যজীবীকে আটক করার পর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে বাংলাদেশী মৎস্যজীবীদের কে তুলে দেয়। ২৬ জন বাংলাদেশী মৎস্যজীবীকে মঙ্গলবার কাকদ্বীপ মহাকুমার আদালতে পেশ করবে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গত দুদিনে প্রায় ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেফতার হয়েছে।

advertisement

আরও পড়ুন: শুক্রের ৪ বার গোচর, ডিসেম্বরেই সোনায় মুড়বে ৫ রাশির কপাল! হু হু করে বাড়বে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স, ‘২৬ সাল আসার আগেই সৌভাগ‍্যের শিখরে

কী কারনে ভারতীয় জলসীমা না বারবার লঙ্ঘন করছে বাংলাদেশি ট্রলার সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে যখন কূটনৈতিক সম্পর্ক ভাল ছিল তখন বাংলাদেশী মৎস্যজীবীদের জেলাশাসক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলার পর বাংলাদেশি মৎস্যজীবীদেরকে পুনরায় দেশে ফিরিয়ে দেওয়া হত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ ডাক্তার হয়েছিলেন 'কোটিপতি' ব্যবসায়ী, আজও সোনামুখীতে রয়েছে বাড়ি! অনেকে জানেন না
আরও দেখুন

অন্যদিকে ভারতের যে সকল মৎস্যজীবী বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আটক হত তাদেরকেও বাংলাদেশ ভারতে ফিরিয়ে দিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারতের বহু মৎস্যজীবী বাংলাদেশের জেলবন্দি হয়ে আছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ফের জলসীমা লঙ্ঘনের অভিযোগ! আটক ২৬ বাংলাদেশের মৎস্যজীবী-সহ ট্রলার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল